ভারতের অন্ধ্রপ্রদেশের একটি মন্দিরের নবনির্মিত দেয়াল ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন, আহত হয়েছেনে আরও সাতজন।আজ মঙ্গলবার সকালে ভারি বৃষ্টির পর এই দেয়াল ধসের ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তম এলাকার শ্রী বরাহলক্ষ্মী নরশিমা স্বামী মন্দিরটির দেয়াল সম্প্রতি নির্মাণ করা হয়। আজ ভোর ৪টা থেকে প্রচুর মানুষ মন্দিরে ভিড় জমান। মূলত অক্ষয়া তৃতীয়া উৎসবকে ঘিরে এই ভিড় হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী ভি আনিতা বলেন, টিকিট কাউন্টারে প্রচুর মানুষ ভিড় করে। সেই ধাক্কায় দেয়াল ধসে পড়ে। এই সংখ্যা আরও বাড়তে পারতো। তবে অনেকে ঘটনা বুঝতে পেরে আর দেয়ালে হেলান দেননি,দাঁড়িয়ে যান। ফলে হতাহতের সংখ্যা আর বাড়েনি।
Leave a Reply