ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেছেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে তার দেশ ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।’
স্থানীয় সময় গতকাল বুধবার ফ্রান্স ফাইভ টেলিভিশনের সাংবাদিকের সঙ্গে আলাপে এ কথা বলেন ম্যাক্রন।
আজ বৃহস্পতিবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ম্যাক্রোন বলেন, ‘ফ্রান্সের লক্ষ্য জুন মাসে সৌদি আরবে অনুষ্ঠিত জাতিসংঘের কনফারেন্সে নেতৃত্ব দেওয়া, যেখানে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিষয়টি চূড়ান্ত করা হবে।’
তিনি বলেন, ‘আমি কাউকে খুশি করার জন্য তা করছি না। আমি এই কাজটি সঠিক হবে বলে মনে করেই করছি। আমি এমন এক যৌথ গতিশীলতায় যুক্ত হতে চাই, যেখানে ফিলিস্তিনকে সমর্থন করার পাশাপাশি ইসরায়েলকেও স্বীকৃতি দেওয়া হবে। কিন্তু এ নিয়ে তাদের অনেকেই ভাবেন না।’
প্রসঙ্গত, এর আগে জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রায় ১৫০টি দেশ ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে বেশিরভাগ পশ্চিমা শক্তি এখন পর্যন্ত ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি। এর মধ্যে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। এছাড়া এশিয়ার মধ্যে রয়েছে জাপান।
অপরদিকে যেসব দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় না, তাদের মধ্যে রয়েছে সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া এবং ইয়েমেন।
তবে, ফ্রান্স দীর্ঘদিন ধরেই ইসরায়েল ও ফিলিস্তিনের বিষয়ে আলাদা দুটি রাষ্ট্র গঠনের পক্ষে মতামত দিয়ে আসছে। তবে, এবার যদি ফ্রান্স ফিলিস্তিনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে এটি তাদের পররাষ্ট্রনীতিতে এক বড় ধরনের পরিবর্তনের সূচনা হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
Leave a Reply