দলীয় নীতি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাত নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (১৬ মার্চ) রাতে এক বিবৃতিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক এ তথ্য জানান।
এ বি এম এ রাজ্জাক জানান, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান এই সিদ্ধান্ত অনুমোদন দেন।
বহিষ্কারের এই আদেশে বলা হয়েছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির কাফরুল থানার বিভিন্ন ইউনিট থেকে এই সাতজনকে বহিষ্কার করা হয়েছে।
আর এই আদেশের পরপরই বহিষ্কৃত ও তাদের সমর্থকরা বিক্ষোভে ফেটে পড়েন। রাত ১০টার দিকে তাঁরা রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্বরে বিক্ষোভ করেন। এ বিক্ষোভ থেকে ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হকের পদত্যাগ দাবি করা হয়। বহিষ্কৃতরা এই বহিষ্কারের সিদ্ধান্তকে পক্ষপাতিত্বপূর্ণ ও ষড়যন্ত্রমূলক হিসেবে মনে করছেন।
Leave a Reply