1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ১১:০১ অপরাহ্ন

মাহমুদউল্লাহর বিদায়ে মাশরাফি-তামিম-মুশফিকদের আবেগঘন বার্তা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

দীর্ঘদিন একসঙ্গে বাংলাদেশের জার্সি গায়ে খেলেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও মুশফিকুর রহিমরা। স্মৃতির পাতায় কত গল্প জমা আছে তাদের! গতকাল বুধবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ রিয়াদের অবসর ঘোষণার পর আবেগতাড়িত হয়ে পড়েন ‘পঞ্চপাণ্ডব’-এর এই সদস্যরাও।

স্মৃতি হাতড়িয়ে মাশরাফি ফেসবুকে লিখেছেন, ‘মাঠের ভেতরে-বাইরে তোর সঙ্গে কত স্মৃতি! কত কত আনন্দ আর হতাশায় একাকার হয়েছে আমাদের সময়! অ্যাডিলেইড আর কার্ডিফে তোর সেঞ্চুরির কথা আজ আবার মনে পড়ছে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান, তোর এই অর্জন কেড়ে নিতে পারবে না কেউ। তবে আশা করি, তোকে আদর্শ মেনে বৈশ্বিক আসরে তোর চার সেঞ্চুরির রেকর্ড ছাড়িয়ে যাবে দেশের অনেকে। বড় মঞ্চে তুই যেভাবে নিজের সেরাটা মেলে ধরেছিস, সেই পথ অনুসরণ করবে প্রজন্মের পর প্রজন্ম।’

অবসরের ঘোষণায় মাহমুদউল্লাহকে অভিনন্দন ও শুভকামনা জানিয়ে মাশরাফি লেখেন, ‘দারুণ এক আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য অভিনন্দন, রিয়াদ। তোর নামের পাশে যে সংখ্যাগুলি আছে, সেসবের সীমানা ছাড়িয়ে তুই আমাদের কাছে আরও অনেক ওপরে। আমরা জানি, দলের তোকে কতটা প্রয়োজন ছিল এবং দলের সেই চাওয়ার সঙ্গে তুই কতটা মিশে গিয়েছিলি।…ঘরোয়া ক্রিকেটে তোর বাকি দিনগুলি উপভোগ্য হবে আর অবসর জীবন কাটবে আনন্দে, এই কামনা থাকল।’

তামিম ইকবাল তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করার জন্য অভিনন্দন রিয়াদ ভাই। আপনি বাংলাদেশ ক্রিকেটের অন্যতম স্তম্ভ এবং মাঠে ও মাঠের বাইরে আমাদের অনেকের জন্য অনুপ্রেরণা। ড্রেসিংরুমে আমাদের ভাগাভাগি করা স্মৃতিগুলো আজীবন মনে থাকবে। দেশের ক্রিকেটে আপনার অবদানের জন্য আপনাকে ধন্যবাদ এবং আগামী দিনগুলোর জন্য শুভকামনা…।’

তামিম ও মাহমুদউল্লাহ। ছবি: সংগৃহীত

দীর্ঘদিনের সতীর্থ মুশফিক লেখেন, ‘এত বছর আপনার সঙ্গে মাঠে খেলাটা সত্যিই সম্মানের। আপনার নির্দেশনা এবং এসসঙ্গে আমাদের অসংখ্য স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। জাতির জন্য আপনি যা অর্জন করেছেন তাতে আমি ভীষণভাবে গর্বিত। মাশাআল্লাহ, আপনার কাঙ্ক্ষিত অবসর উপভোগ করুন, রিয়াদ ভাই।’

অনেক পরে অভিষেক হলেও একসঙ্গে অনেকদিন মাহমুদউল্লাহর সঙ্গে খেলেছেন জাতীয় দলের টেস্ট ও ওয়ানডের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মাহমুদউল্লাহকে ধন্যবাদ জানিয়ে শান্ত বলেন, ‘বিশ্ব পর্যায়ে বাংলাদেশ ক্রিকেটে অবদানের জন্য রিয়াদ ভাইকে ধন্যবাদ। ড্রেসিংরুমে আপনাকে অবশ্যই মিস করব এবং মাঠে ও মাঠের বাইরে যা করেছেন আপনি, সেগুলো থেকে অনুপ্রেরণা নেব। আপনি আমাদের অনেককে অনুপ্রাণিত করেছেন এবং সামনে অনেক দিনই তা করে যাবেন। আপনার ভবিষ্যতের জন্য শুভকামনা।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com