1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ০৯ মার্চ ২০২৫, ০৪:২০ অপরাহ্ন

২ ইসরাইলি নারীকে গণধর্ষণ, পুরুষ সঙ্গীকে হত্যা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫

ভারতে দুই নারী গণধর্ষণের শিকার হয়েছেন। ভুক্তভোগী নারীদের একজন ইসরাইলি পর্যটক এবং তিনি দেশটিতে বেড়াতে এসেছিলেন। এছাড়া এই ঘটনার সময় হামলায় তাদের সঙ্গে থাকা এক পুরুষ ব্যক্তিও নিহত হয়েছেন।

তবে তাদের সঙ্গে থাকা আরেক মার্কিন নাগরিক বেঁচে গেছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে। শনিবার (৮ মার্চ) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, দক্ষিণ ভারতের একটি জনপ্রিয় ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের কাছে দুই নারীকে গণধর্ষণ করা হয়েছে এবং হামলায় একজন পুরুষ নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। ভুক্তভোগী দুই নারীর একজন ইসরায়েলি পর্যটক এবং অপরজন ভারতীয় হোমস্টে অপারেটর।

পুলিশ সুপার রাম আরাসিদ্দি রয়টার্সকে জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাতে কর্ণাটকের হাম্পিতে একটি হ্রদের কাছে তিনজন পুরুষ পর্যটকের সাথে ঘোরাঘুরির সময় দুই নারীর — একজন ইসরায়েলি পর্যটক এবং অন্যজন ভারতীয় হোমস্টে অপারেটর — ওপর একদল পুরুষ হামলা চালায়।

আরাসিদ্দি বলেন, হামলাকারীরা নারীদের ধর্ষণ করার আগে তাদের সঙ্গে থাকা পুরুষদের তুঙ্গভদ্রা নদীর খালে ফেলে দেয়। দুই পুরুষের মধ্যে একজন আমেরিকান এবং তিনি বেঁচে যান এবং তৃতীয় ব্যক্তির মৃতদেহ শনিবার সকালে উদ্ধার করা হয় বলে তিনি জানান।

আরাসিদ্দি বলেন, “সানাপুরের কাছে পাঁচজন — দুই নারী এবং তিনজন পুরুষ — হামলার শিকার হন। তাদের মধ্যে দুজন বিদেশি— একজন আমেরিকান (পুরুষ) এবং অন্যজন ইসরায়েলের একজন নারী।”

পুলিশ হামলার জন্য অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চলছে বলে আরাসিদ্দি জানিয়েছেন। পুলিশের ধারণা, হামলাকারী পুরুষরা নারী-পুরুষের এই দলটিকে অনুসরণ করেছিল।

ভুক্তভোগী একজন নারীর সাক্ষ্য অনুসারে, তারা সানাপুরের একটি মন্দিরের কাছে রাতের আকাশের সৌন্দর্য অবলোকনের সময় তিনজন পুরুষ মোটরসাইকেলে করে তাদের কাছে আসে এবং তারা পেট্রোল কোথায় পাবে জিজ্ঞাসা করে।

দলের একজন সদস্য যখন তাদের নির্দেশনা দিচ্ছিলেন, তখন তিনজনের মধ্যে একজন পর্যটকদের কাছ থেকে ১০০ রুপি দাবি করেন। পুলিশ জানিয়েছে, “হোমস্টে অপারেটর তাদের চিনতে না পারায় তিনি তাদের বলেন— তাদের কাছে কোনও টাকা নেই। অভিযুক্ত পুরুষরা বারবার জোর করার পর পর্যটক দলের একজন পুরুষ তাদের ২০ রুপি দেয়। এরপর ওই তিনজন তর্ক শুরু করে বলে অভিযোগ।”

পরে কর্ণাটকের কোপ্পাল জেলার তুঙ্গভদ্রা খালে একজন পুরুষ পর্যটকের মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় চাঁদাবাজি, ডাকাতি, গণধর্ষণ এবং হত্যার চেষ্টা সম্পর্কিত ধারায় গঙ্গাবতী গ্রামীণ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ভুক্তভোগীরা একটি সরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের একটি প্রাচীন গ্রাম হচ্ছে হাম্পি। বিজয়নগর সাম্রাজ্যের অসংখ্য ধ্বংসাবশেষ এবং মন্দির রয়েছে সেখানে। ১৯৮৬ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন: “একজন ইসরায়েলি নাগরিক এবং হোমস্টে মালিকের ওপর আক্রমণ এবং ধর্ষণের ঘটনা অত্যন্ত জঘন্য কাজ। ঘটনাটি রিপোর্ট হওয়ার সাথে সাথে আমি সংশ্লিষ্ট পুলিশের কাছ থেকে তথ্য সংগ্রহ করেছি এবং পুঙ্খানুপুঙ্খ তদন্ত পরিচালনা করেছি এবং দ্রুত অপরাধীদের শনাক্ত করার জন্য তাদের নির্দেশ দিয়েছি।”

তিনি আরও বলেন, “পুলিশ এই ঘটনার সাথে জড়িত দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তদন্ত চালিয়ে যাচ্ছে।”

গত বছর ভারতের পূর্বাঞ্চলীয় কলকাতা শহরের একটি হাসপাতালে একজন জুনিয়র ডাক্তারের নৃশংস ধর্ষণ-হত্যার পর ভারতে নারীদের ওপর আক্রমণ আন্তর্জাতিকভাবে মনোযোগ আকর্ষণ করে। সেই ঘটনাটি ভারতে নারীদের নিরাপত্তার অভাব নিয়ে ব্যাপক ক্ষোভ এবং বিক্ষোভের জন্ম দিয়েছিল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com