1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ০৫:৩৮ পূর্বাহ্ন

৩১ বার ফাঁসি দেওয়া হলেও শেখ হাসিনার বিচার শেষ হবে না: বরকতউল্লা বুলু

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫

নিরীহ মানুষকে হত্যা ও গুমে জড়িত শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। তিনি বলেছেন, ‘তবে শেখ হাসিনা যে পরিমাণ নিরীহ মানুষকে হত্যা করেছে, তাকে যদি ৩১ বারও ফাঁসি দেওয়া হয়, তা–ও তার বিচার শেষ হবে না।’

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লার চান্দিনায় উপজেলা ও পৌর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলার ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘শেখ মুজিবুর রহমান এ দেশের মানুষের সঙ্গে বেইমানি করেছে। তার মেয়ে শেখ হাসিনাও একইভাবে বাঙালি জাতির সঙ্গে, দেশের সাথে বেইমানি করেছে। এ দেশের হাজার হাজার নিরীহ মানুষকে নির্বিচারে হত্যা করেছে, এ দেশের রাজনৈতিক নেতা থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে গুম করেছে। এ দেশের ২৭ হাজার কোটি টাকা নিয়ে ভারতে পালিয়েছে। তার বিচার এই বাংলার মাটিতে হবে।’

বুলু বলেন, ‘শেখ মুজিব পাকিস্তানিদের কাছে জামাই আদরে আত্মসমর্পণ করে আত্মগোপন করেছিলেন। তখন এই বাঙালি জাতিকে দিকনির্দেশনা দেওয়ার মতো কেউ ছিল না। ২৬ মার্চ চট্টগ্রামে শহীদ প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান সকল সেনাবাহিনীর সদস্যদের বলেছিলেন, আমরা আজ থেকে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। আর এই ঘোষণার মধ্য দিয়ে মহান স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জেড ফোর্স গঠন করে দীর্ঘ নয় মাস যুদ্ধের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীনতা এনে দিয়েছেন। আর জিয়াউর রহমানকে বাদ দিয়ে শেখ পরিবার মুক্তিযুদ্ধের ইতিহাস বদলে দিয়েছে। যে কারণে আওয়ামী লীগকে কেউ এখন আর বিশ্বাস করেন না।’

তিনি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘শেখ পরিবারের কেউ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, এমন প্রমাণ যদি কেউ দিতে পারেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো।’ এ সময় তিনি কুমিল্লা উত্তর জেলা বিএনপির প্রয়াত সভাপতি মো. খোরশেদ আলমের জীবদ্দশায় তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে ভূয়সী প্রশংসা করেন।

সম্মেলনে উপজেলা বিএনপি আহ্বায়ক মো. আতিকুল আলম শাওনকে সভাপতি, মো. কাজী আরশাদকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের চান্দিনা উপজেলা বিএনপি এবং পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম সিরাজুল ইসলামকে সভাপতি ও সদস্যসচিব সাবেক পৌর মেয়র মো. আলমগীর খানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের পৌর বিএনপির কমিটি গঠন করা হয়।

চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি মো. আতিকুল আলম শাওনের সভাপতিত্বে প্রধান বক্তার বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটি সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) অধ্যক্ষ সেলিম ভূঁইয়া। বিশেষ অতিথির বক্তৃতা করেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাজী মোস্তাক মিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপি আহ্বায়ক মো. আক্তারুজ্জামান সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com