নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর ১৬নং ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা কথিত ছাত্রলীগ নেতা ‘জছি খান’ ডজন খানিক মাদক মামলার আসামি হয়েও এখনো প্রকাশ্য ঘুরছেন এলাকায়। চালিয়ে যাচ্ছেন তার মাদকের রমরমা বাণিজ্য। অভিযোগ রয়েছে এই ‘জছি খান’ মহানগরকে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছেন। একাধিক মামলার আসামি মাদক সম্রাট জছি ধরাছোঁয়ার বাইরে থেকে যাওয়ায় পুরো এলাকায় আতংকের যেনো শেষ নেই। তার নামে বিভিন্ন থানায় এখনো ৫/৬ টি মামলা চলমান রয়েছে। জানা গেছে, ছাত্রলীগের এক নেতার নাম ব্যবহার করে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার পাশাপাশি সন্ত্রাস, চাঁদাবাজি করে করে আসছিল। কে এই জছি খান’ তার খুটির জোর কোথায়?। তাহলে কি প্রশাসনের নীরবতায় নাকি উদাসীনতায় এখনো রয়েছেন ধরাছোঁয়ার বাইরে চালিয়ে যাচ্ছেন মাদকের রমরমা বাণিজ্য। “জছি’ কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে কর্মসুচিতে প্রকাশ্যে হামলা চালানোর চেষ্টা করেছিল। ছাত্রলী নেতা আত্মগোপনে চলে গেলেও এখনো পর্যন্ত এলাকাজুড়ে চলছে জছি খানের ত্রাসের রাজত্ব। একাধিক মামলার আসামি এখনো অধরাই থেকে যাওয়াতে আতংকে দিন কাটছে স্থানীয় বাসিন্দাদের। এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, মাদকের সাথে কোন আপোষ নেই’ তাতে যেই হোক তাকে আইনের আওতায়ন আনা হবে। সূত্র: আজকের সুন্দরবন
Leave a Reply