বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশবিষয়ক উপকমিটির সদস্য দোলনা আক্তার দোলাকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাত ৯টার দিকে তার নিজ বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে ফুলবাড়ী থানা পুলিশ।
দোলনা আক্তার দোলা উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কবিরমামুদ গ্রামের দুলাল হোসেনের মেয়ে। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দোলনা আক্তার দোলা ঢাকার বিভিন্ন জায়গায় আত্মগোপনে থাকেন। সম্প্রতি ঢাকাসহ সারাদেশে ডেভিল হান্ট অভিযান শুরু হওয়ায় গ্রেপ্তার এড়াতে গ্রামের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় চলে আসেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ওসি মামুনুর রশীদ বলেন, গত ৪ আগস্ট ফুলবাড়ীতে ছাত্র-জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত ৬ নম্বর মামলায় দোলনাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
মামলার এজাহারে নাম আছে কিনা এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘তার নাম নেই। অজ্ঞাত আসামির তালিকায় প্রাথমিক তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
Leave a Reply