1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন

তাহসানের স্ত্রী রোজার খাওয়ার ভিডিওতে বিরক্ত তসলিমা নাসরিন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বাংলাদেশ থেকে নির্বাসিত হয়ে ভারতে আশ্রয় নেওয়া লেখিকা তসলিমা নাসরিন সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব থাকেন। বহুবছর দেশে না থাকলেও বিভিন্ন ইস্যুতে নিজের মত প্রকাশ করেন তিনি। জুলাই গণ–অভ্যুত্থান ও শেখ হাসিনার পতনের পর আরও বেশি সরব হয়ে উঠেছেন এই লেখিকা। তবে এবার ভিন্ন ইস্যুতে অনেকটা ব্যঙ্গাত্মকভাবেই কথা বললেন দেশের জনপ্রিয় গায়ক-অভিনেতা তাহসান খানের স্ত্রী রোজা আহমেদকে নিয়ে।

সম্প্রতি দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাহসান। বছরের শুরুতেই এ সুখবরটি শুনে বেশ চমকিত হয়েছেন তার ভক্ত-অনুরাগীরা। অভিনেতার স্ত্রী রোজা আহমেদ। বরিশালে বেড়ে ওঠা রোজা ক্যারিয়ার গড়েছেন মার্কিন মুলুকে। তবে বিয়ের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে রোজার বেশ কিছু পুরানো ভিডিও। যার বেশিরভাগই হচ্ছে বিভিন্ন সময়ে তার খাওয়ার ভিডিও।

জানা গেছে, রোজা আহমেদ নিয়মিত ব্যক্তিগত ব্লগ করে তা ফেসবুকে পোস্ট করেন। যেখানে তিনি দিনের বিভিন্ন সময়ে যা যা করেন তা রিল আকারে পোস্ট দিয়ে থাকেন। তবে বিয়ের পর তাহসান ভক্তদের অনেকেই রোজার ভিডিও, বিশেষ করে খাওয়ার ভিডিও কেটে কেটে রিল তৈরি করে ছাড়ছেন। সেইসব ভিডিও ছড়িয়ে পড়েছে ফেসবুকে। চোখ এড়ায়নি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনেরও। তবে তিনি এসব ভিডিও দেখে খুব বিরক্ত।

এ নিয়ে আজ রবিবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘কী মুশকিল, ফেসবুক অন করলেই দেখি তাহসানের নতুন বউ রোজা বিরাট বড় বড় হাঁ করে ভাত খাচ্ছে। মুখের ভেতর হাত দিয়ে ভাত ঢোকাচ্ছে। ঢোকাচ্ছে তো ঢোকাচ্ছেই। এত ভাত খেলে আমার ওজন ২০০ কিলো হয়ে যেত। ভাগ্যবতীদের অবশ্য শত খেলেও ওজন বাড়ে না। কিন্তু ভাত খাওয়া রিলগুলো যেন চোখের সামনে বার বার না আসে, সেটার জন্য কী করতে পারি, পরামর্শ চাই।’

উল্লেখ্য, তাহসান তার স্ত্রী রোজা আহমেদ সম্পর্কে গণমাধ্যমে জানিয়েছেন, রোজা পড়াশোনা করেছেন নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে কসমেটোলজির ওপর। পড়াশোনা শেষ করে কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করেন এবং পরবর্তীতে নিউ ইয়র্কের কুইন্সে রোজাস ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন।

প্রায় ১০ বছরের বেশি সময় ধরে তিনি বাংলাদেশে এবং যুক্তরাষ্ট্রে ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ করছেন। এছাড়াও আন্তর্জাতিক মানের মেকআপ এর কাজ করায় তার সুখ্যাতিও রয়েছে।

তার ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ বিজনেস পেজে রয়েছে যার অসংখ্য অনুসারী এবং নেটিজেনদের কাছে অত্যন্ত জনপ্রিয় তিনি। তবে বিয়ের পর তার ফেসবুক পেজের অনুসারীর সংখ্যা কয়েকগুন বেড়ে গিয়েছে।

২০২০ সালে তৈরি করা এই ফেসবুক পেজের অনুসারী ছিলেন ৯ লাখের মতো। সেটি দুই দিনের মাথাতেই ৫ লাখ বেড়ে দাঁড়ায় ১৪ লাখে। বর্তমানে অনুসারী ১৪ লাখের বেশি।

তার ফেসবুক পেইজ ঘুরে দেখা গেছে, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতে পছন্দ করেন রোজা। মার্কিন মুলুক, কানাডা তো বটেই, দেশের বিভিন্ন দর্শনীয় স্থানেও ভ্রমণ করেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com