1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন

দুটি আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন সাঈদীর দুই ছেলে

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর মধ্যে দুটি আসনে জামায়াতের প্রার্থী হচ্ছেন দেলাওয়ার হোসাইন সাঈদীর দুই ছেলে।

গত বৃহস্পতিবার জেলার ভান্ডারিয়ায় ইসলামি ফাউন্ডেশন অডিটরিয়ামে এক মতবিনিমিয় সভায় পিরোজপুর জেলার ৩টি আসনের নিজ দলের প্রার্থীদের নাম ঘোষনা করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

এ সময় উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফকোরুদ্দিন খান রাজীব।

জানা গেছে, দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর- ইন্দুরকানী- নাজিরপুর) দেলাওয়ার হোসাইন সাঈদীর সেজ ছেলে ইন্দুরকানী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদীকে, পিরোজপুর-২ আসনে (ভান্ডারিয়া-কাউখালী-নেছারাবাদ) আল্লামা সাঈদীর মেজ ছেলে শামীম সাঈদীকে এবং মঠবাড়িয়া উপজেলা নিয়ে গঠিত পিরোজপুর-৩ আসনে বিশিষ্ট সমাজসেবক সাফা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক জনাব শরীফ আব্দুল জলিলকে প্রার্থী ঘোষনা করা হয়েছে ।

পিরোজপুরের তিনটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীরা। ছবি : সংগৃহীত

এ সময় এ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বলেন, ‘বিশ্বনন্দিত মুফাসসির দেলাওয়ার হোসাইন সাঈদী পিরোজপুরসহ সারা পৃথিবীতে একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন। পিরোজপুরে তার পরিবারের বিপুল জনপ্রিয়তা রয়েছে। এই জনপ্রিয়তাকে কাজে লাগাতে জামায়াতে ইসলামী তার দুই ছেলেকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী ঘোষনা করেছে।’

প্রার্থীতার বিষয়ে জানতে চাইলে গতকাল শুক্রবার রাতে প্রার্থী মাসুদ সাঈদী বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী আমাদের দুই ভাইকে পিরোজপুরের দুটি আসনে প্রার্থী মনোনীত করে আমাদের ওপর যে মহান দায়িত্ব অর্পন করেছে, তা আমানতদারিতার সঙ্গে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর দয়া ও জনগনের ভালবাসা নিয়েই আমরা আমাদের পথ চলব।’

তিনি বলেন, ‘আমাদের সম্মানিত পিতা যেভাবে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবা করে গেছেন, আমরাও তেমনি পিতার মত জনগণের পাশে থেকে তাদের সেবা করতে চাই। পিরোজপুরকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করে একটি উন্নত বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে চাই। সর্বস্তরে জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা কায়েম করতে চাই। ৭১-এর মহান মুক্তিযুদ্ধ ও ২৪-এর বৈষম্যহীন সুখী সমৃদ্ধশালী একটি রাষ্ট্র গড়ার চেতনায় আমরা তরুনদের সঙ্গে নিয়ে কাজ করব। স্বপ্নের সোনার বাংলা গঠনের জন্য তরুণ নেতৃত্ব গড়ে তোলাই হবে আমাদের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘এই পিরোজপুরে অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা, ব্রীজ, কালভার্টসহ উন্নয়নমূলক কর্মকান্ড যা কিছু দৃশ্যমান তার নব্বই ভাগই আমার পিতা আল্লামা সাঈদীর হাতে গড়া। তারপরে এই আসনে অনেকেই সংসদ সদস্য ছিলেন। কিন্তু এই এলাকার মানুষ স্বাক্ষী, এলাকার উন্নয়নে তারা তেমন কোনো কাজই করেননি। সবচেয়ে বড় কথা সাধারণ মানুষ তাদের কাছে পৌঁছাতেই পারেননি। আমরা এই জায়গাটিতে পরিবর্তন আনতে চাই। আল্লাহতায়ালার দয়ায় আমরা দুই ভাই নির্বাচিত হলে সর্বস্তরের মানুষের কথা শুনার জন্য আমরা প্রস্তুত থাকব, সুখে-দুঃখে সবসময় তাদের পাশেই থাকব, এলাকার সার্বিক উন্নয়নে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব ইনশাআল্লাহ।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com