বাড়ি বাড়ি গিয়ে তালিকা হালনাগাদ কর্মসূচিতে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ৩০ হাজার।
আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
ইসি সচিব বলেন, ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে ৪৯ লাখ ৭০ হাজার ৩৮৮ জন ভোটার যুক্ত হয়েছেন। যদিও ইসির লক্ষ্য ছিল ৬১ লাখের কিছু বেশি। এ ছাড়া তালিকা থেকে মৃত ভোটার বাদ পড়েছেন ১৫ লাখ ২৩ হাজার। শতকরা হিসাবে ১.৭৭ শতাংশ।
আখতার আহমেদ বলেন, মোট বৃদ্ধির ৩.৯ শতাংশের মধ্যে বাদ পড়াদের হার ২.৪৪ শতাংশ। নতুন ভোটার বৃদ্ধির হার ১.৪৬ শতাংশ।
নারী ভোটার আগে বেড়েছে জানিয়ে তিনি বলেন, এবার ১৬ লাখ নারী ভোটার হতে নিবন্ধন করেছেন।
ইসি সচিব বলেন, অনলাইন আর আঞ্চলিক কার্যালয়ে ভোটার যোগ্যরা নিবন্ধন করতে পারবেন। তবে কোনো তথ্য সংগ্রহকারী কোনো বাড়িতে না গেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। এ ছাড়া মিথ্যা তথ্য দিয়ে ১৭ বছরের কেউ ভোটার হয়েছে কি না এমন তথ্য নেই ইসির কাছে। তবে নির্দিষ্ট করে কেউ জানালে কমিশন বিষয়টি দেখবে।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, চলমান হালনাগাদ কর্মসূচিতে যারা বাদ পড়েছেন তাদেরও যুক্ত করা হবে তালিকায়। নিবন্ধন চলবে, ১১ এপ্রিল পর্যন্ত।
Leave a Reply