হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে মহান আল্লাহর আদেশে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। হিজরতের ঘটনা সম্পর্কে হাদিসে বিস্তারিত বর্ণনা রয়েছে। হিজরতের দীর্ঘ পথে তিনি অনেক বিষয়ের সাক্ষী হয়েছেন। হিজরতের সময় তিনি যে ঐতিহাসিক পথটি গ্রহণ করেছিলেন তা পুনর্নির্মাণের লক্ষ্যে সৌদি আরব ‘নবীর পদক্ষেপ’ নামে একটি প্রকল্প ঘোষণা করেছে। সম্প্রতি ওহুদ পাহাড়ের কাছে আয়োজিত এক অনুষ্ঠানে মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান এই প্রকল্পের উদ্বোধন করেন।
‘নবীর পদক্ষেপ’ প্রকল্পে মক্কাকে মদিনার সঙ্গে সংযুক্ত করা ৪৭০ কিলোমিটারের একটি পথ রয়েছে, এর ৩০৫ কিলোমিটার হেঁটে যাওয়া যাবে। ৪১টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে। আর এগুলোর সঙ্গে সম্পর্কিত পাঁচটি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে।
ইসলামের ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধ্যায়টির বিষয়ে দর্শনার্থীদের বিস্তারিত জানাতে একটি হিজরত জাদুঘরও থাকবে। এ গমনপথ বরাবর আটটি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে। আর পথসংলগ্ন ৩০টির বেশি রেস্তোরাঁ ও ৫০টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। দৈনিক ১২ হাজার দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন, এমনভাবে প্রকল্পের নকশা করা হয়েছে।
এই প্রকল্পটি ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে, তা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে। নির্ভুলতা ও সত্যতা নিশ্চিত করার জন্য ঐতিহাসিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে প্রকল্পটি তৈরি করা হয়েছে। গালফ নিউজ
Leave a Reply