তামিল, তেলেগু, মালায়মাম ছবি ছাপিয়ে বলিউডেও আলাদা অবস্থান করেছেন ভারতের দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনয় ও সৌন্দর্যে কোটি কোটি ভক্ত রয়েছে তার। এবার নিজের সৌন্দর্যের রহস্য প্রকাশ করলেন তিনি।
সম্প্রতি ‘দ্য মাসুম মিনাওয়ালা শো’ নামের এক অনুষ্ঠানে হাজির হন তামান্না ভাটিয়া। সেখানে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি আমার নিজের শরীরকে ভালোবাসি। দীর্ঘ কাজের পর দিন শেষে আমি যখন গোসল করি, নিজের শরীরের প্রতিটি অংশকে ধন্যবাদ জানাই। শুনে হয়তো অদ্ভুত পাগলিামি মনে হতে পারে, কিন্তু কেন করব না? আমি জানি, প্রতিদিন কতটা পরিশ্রম করতে হয়। তাই দিনের শেষে বাড়ি ফিরে শরীরের প্রতিটি অংশ ছুঁয়ে দেখি। তার কারণ, পুরো দিন আমার শরীরই আমার সঙ্গে থাকে।”
নিজের শরীরকে ভালোবাসার কথা এর আগেও জানিয়েছিলেন জনপ্রিয় এ অভিনেত্রী। তখন খুবই চিকন গড়নে থাকা তামান্না বলেছিলেন, ‘একটা সময়ে আমি ভাবতাম, চিকন হলেই সুন্দর দেখতে লাগে। তবে পরে বুঝলাম, আমার সত্যিই এর থেকে কোনো ভালো অনুভূতি হয় না। আসলে চিকন হওয়ার সঙ্গে ভালো অনুভূতির কোনো সম্পর্কই নেই।”
তামন্নাকে ভাটিয়াকে শেষ দেখা গিয়েছে ‘সিকান্দার কা মুকাদ্দার’ ছবিতে। এর আগে ‘স্ত্রী ২’ ও ‘বেদা’ ছবিতে দেখা গিয়েছে তাকে। এ ছাড়া অশোক তেজা পরিচালিত ছবিতে ‘ওডেলা ২’-তে দেখা যাবে তামান্নাকে।
Leave a Reply