1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৫:১১ অপরাহ্ন

বার্লিন উৎসব মাতাবে যেসব সিনেমা

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫

আগামী ১৩ ফেব্রুয়ারি পর্দা উঠবে ৭৫তম বার্লিন উৎসবের। জার্মানির টম টিকওয়ের পরিচালিত ‘দ্য লাইট’ এবারের উদ্বোধনী চলচ্চিত্র। ১৫০টিরও বেশি দেশের অতিথি এই আয়োজনে অংশ নেবেন। এ আসরে স্বর্ণভালুক পুরস্কারের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৯টি চলচ্চিত্র। এরই মধ্যে নির্বাচিত ছবিগুলোর নাম ঘোষণা করা হয়েছে। মূল প্রতিযোগিতার কয়েকটি সিনেমা নিয়েই এ আয়োজন

দ্য আইস টাওয়ার

বসনিয়ান যুগোস্লাভ বংশোদ্ভূত ফরাসি পরিচালক লুসিলে হাজিহালিলোভিচের ‘দ্য আইস টাওয়ার’ এবারের আসরের অন্যতম আকর্ষণ। সত্তর দশকের পটভূমিতে নির্মিত ছবিটির গল্প রহস্যময় অভিনেত্রী ক্রিস্টিনাকে ঘিরে। ‘দ্য স্নো কুইন’ রূপকথা অবলম্বনে একটি চলচ্চিত্রের শুটিং চলাকালে জিনের সঙ্গে পরিচয় হয় তার। অনাথ কিশোরী জিন পালিয়ে সেই স্টুডিওতে এসে আশ্রয় নেয়, যেখানে ক্রিস্টিনার শুটিং চলছে। সে ক্রিস্টিনার মন্ত্রে আটকে পড়ে। ছবিটিতে ক্রিস্টিনা চরিত্রে অভিনয় করেছেন অস্কারজয়ী ফরাসি তারকা ম্যারিয়ন কঁতিয়ার।

ড্রিমস

প্রথমবারের মতো বার্লিনের মূল প্রতিযোগিতায় পরিচালক হিসেবে থাকছেন কান ও ভেনিসের নিয়মিত মুখ মেক্সিকোর মিচেল ফ্রাঙ্কো। তার পরিচালিত ‘ড্রিমস’-এর গল্প মেক্সিকান ব্যালে নৃত্যশিল্পী ও উত্তরাধিকার সূত্রে ধনী এক নারীর প্রেম নিয়ে। এতে অভিনয় করেছেন অস্কারজয়ী আমেরিকান অভিনেত্রী জেসিকা চ্যাস্টেইন, মেক্সিকান ব্যালে নৃত্যশিল্পী আইজ্যাক এর্নান্দে ও ব্রিটিশ অভিনেতা রুপার্ট ফ্রেন্ড।

টাইমস্ট্যাম্প

মূল প্রতিযোগিতায় রয়েছে একটি প্রামাণ্যচিত্র। এর নাম ‘টাইমস্ট্যাম্প’। এতে দেখা যাবে ২০২২ সালে রাশিয়ার আক্রমণের পর যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে তরুণদের জীবনযাত্রা। ইউক্রেনের কিয়েভে জন্মগ্রহণ করা আমির ফখর এলদিন পরিচালিত ‘ইউনান’ রয়েছে এবারের আসরের মূল প্রতিযোগিতায়।

হট মিল্ক

ব্রিটিশ চিত্রনাট্যকার রেবেকা লেঙ্কোয়েৎজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘হট মিল্ক’ নির্বাচিত হয়েছে মূল প্রতিযোগিতায়। এতে অভিনয় করেছেন লুক্সেমবুর্গিশ-জার্মান অভিনেত্রী ভিকি ক্রিপস, ব্রিটিশ-ফরাসি অভিনেত্রী এমা ম্যাককে, আইরিশ অভিনেত্রী ফিয়োনা শ, সুইস অভিনেতা ভিনসেন্ট পেরেজ, স্প্যানিশ-ব্রিটিশ অভিনেত্রী প্যাটসি ফেরান, ফরাসি-ক্যামেরুনিয়ান অভিনেতা ইয়ান গায়েল।

ব্লু মুন

নিজেদের নতুন চলচ্চিত্র নিয়ে বেশ কয়েকজন পরিচালক জার্মানির রাজধানীতে ফিরছেন। এক দশকের বেশি সময় পর বার্লিনে জমজমাট প্রত্যাবর্তন করতে যাচ্ছেন আমেরিকান পরিচালক রিচার্ড লিঙ্কলেটার। তার নতুন পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র ‘ব্লু মুন’ রয়েছে মূল প্রতিযোগিতায়। এটি যুক্তরাষ্ট্রের প্রয়াত গীতিকবি ও সুরকার লরেঞ্জ হার্টের বায়োপিক। এতে অভিনয় করেছেন আমেরিকান তারকা ইথান হোক, মার্গারেট কোয়ালি ও আইরিশ তারকা অ্যান্ড্রু স্কট।

আগামী ২৩ ফেব্রুয়ারি জার্মানির জাতীয় নির্বাচনের দিন এবারের আসরের পর্দা নামবে। এক সংবাদ সম্মেলনে উৎসব পরিচালক উল্লেখ করেছেন, জনগণকে ভোট দিতে উৎসাহিত করা ছাড়া অন্য কোনোভাবেই অনুষ্ঠানটি উদযাপন করার পরিকল্পনা তাদের নেই। বার্লিন চলচ্চিত্র উৎসবে আর্থিক অনিশ্চয়তার মধ্যে দায়িত্ব গ্রহণ করেছেন ট্রিসিয়া টাটল। অর্থাভাবে গত বছর উৎসবের পরিসর হ্রাস পেয়েছিল। জার্মানির সংস্কৃতি মন্ত্রণালয় জানিয়েছে, উৎসবটির ৭৫তম বার্ষিকীতে ১৯ লাখ ইউরো দেওয়া হবে। এর ফলে এবারের আসর হতে যাচ্ছে জমকালো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com