1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ অপরাহ্ন

থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা গ্রেপ্তার, ওসি প্রত্যাহার

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে ছিনিয়ে নেওয়া সেই যুবদল নেতা তরিকুল ইসলামকে আবারও গ্রেপ্তার করেছে পুলিশ।গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পশ্চিম দেউলভোগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক তরিকুল ইসলামকে (৪০) ছিনিয়ে নেওয়ার ঘটনায় মুন্সীগঞ্জের শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাইয়ুম উদ্দিন চৌধুরীকে ক্লোজড করা হয়েছে। তাকে শ্রীনগর থানা থেকে সরিয়ে মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। শনিবার বিকেলে এ নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শামসুল আলম সরকার।

গ্রেপ্তারকৃত তরিকুল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক। তিনি উপজেলার দেউলভোগ গ্রামের আবদুল মান্না ব্যাপারীর ছেলে।

তবে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই নেতাকে বহিষ্কারের সত্যতা নিশ্চিত করা হয়। পেশীশক্তি প্রদর্শনপূর্বক রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর কর্তব্য কাজে বাঁধা দেওয়ার সুস্পষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করা হয় বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় শ্রীনগর থানায় উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা, সদস্যসচিব মামুনুর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এমদাদুল হক, ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলামসহ ৩১ জনের নাম উল্লেখ ও বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও ১৬০-১৭০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন থানার উপ পরিদর্শক আব্দুর রাজ্জাক।

পরে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার চারজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- বহিষ্কার যুবদল নেতা তরিকুল ইসলাম, শ্যামসিদ্ধি গ্রামের মৃত হায়দার আলির ছেলে হিমেল (৩০), মত্তগ্রাম গ্রামের মোকদেম পাঠানের ছেলে সিয়াম পাঠান (২৮) ও একই এলাকার লিটন পাঠানের ছেলে শুভ পাঠান (২৭)।

শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিছুর রহমান গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত শুভ পাঠানের পকেট থেকে ইয়াবা উদ্ধার হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য আইনে পৃথক মামলা হবে।

প্রসঙ্গত, গত শুক্রবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে একটি মামলার এজাহার নামীয় আসামি গ্রেপ্তারকৃত যুবদল নেতা তরিকুল ইসলামকে শ্রীনগর থানা থেকে পুলিশের বাঁধা উপেক্ষা করে ছিনিয়ে নিয়ে যায় বিএনপির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com