1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ০৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

হামাসকে ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি ট্রাম্পের

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

জিম্মি মুক্তি নিয়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘যদি আগামী ২০ জানুয়ারি তার অভিষেক হওয়ার আগে গাজায় আটক জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে জাহান্নাম ফেটে পড়বে। ’

স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) ফ্লোরিডায় মার-এ-লাগো এস্টেটে এক সংবাদ সম্মেলনে এ হুঙ্কার দেন ট্রাম্প।  খবর হিন্দুস্তান টাইমসের।

তিনি বলেন, এটা হামাসের জন্য ভালো হবে না।  এটা কারো জন্যই ভালো হবে না।  গাজায় নরক ফেটে পড়বে।  আমার আর কিছু বলতে হবে না।

তিনি আরও বলেন, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা চালানো কখনোই উচিত হয়নি।

এদিকে, মধ্যপ্রাচ্যের বিশেষ দূত হিসেবে ট্রাম্পের নিযুক্ত স্টিভ উইটকফ ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি নিশ্চিত করার লক্ষ্যে চলমান আলোচনার বিষয়ে একটি আশাবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন বলে জানিয়েছে সিএনএন।

স্টিভ উইটকফ বলেছেন, প্রেসিডেন্ট যে জিনিসগুলো বলছেন তা এই আলোচনাকে প্রভাবিত করছে এবং আশা করি এটি কার্যকর হবে এবং আমরা কিছু প্রাণ বাঁচাতে পারব।

অন্যদিকে, বাইডেন প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে বলেন, চলমান আলোচনা এবং যুদ্ধবিরতি কঠিন হয়ে গেছে।

তবে আলোচনা এখন কী পর্যায়ে রয়েছে সে সম্পর্কে জানাতে অস্বীকার করেছেন ওই কর্মকর্তা।

উল্লেখ্য, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে।  এতে এখন পর্যন্ত ৪৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন আর আহত হয়েছে প্রায় এক লাখ ১০ হাজার।

ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। এছাড়া ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন।  আর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে অবরুদ্ধ ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com