চলতি মাসের ২০ তারিখেই ক্ষমতার পালাবদল হবে যুক্তরাষ্ট্রে। ওইদিনই প্রেসিডেন্ট হিসেবে শপথ নিবেন ডোনাল্ড ট্রাম্প, ক্ষমতা ছাড়বেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। অর্থাৎ প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের আর সময় আছে মাত্র ১৫ দিন।
তবে ক্ষমতার শেষ সময়ে এসে কিছু অসমাপ্ত কাজ শেষ করতে জোরদার বাইডেন প্রশাসন। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত করানোর পাশাপাশি ইসরায়েলকে ৮০০ কোটি ডলারের অস্ত্র দিতে যাচ্ছে দেশটি। খবর রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হতে চাপ দিচ্ছে বাইডেন প্রশাসন। যুদ্ধবিরতির জন্য নতুন চুক্তিতে সই করতে হোয়াইট হাউসের পক্ষ থেকে হামাসের প্রতি আহ্বান জানানো হয়েছে। এ চুক্তিতে হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
হোয়াইট হাউসের নিরাপত্তা মুখপাত্র জন কারবি গত শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেন।
কারবি বলেন, কাতারের দোহায় হামাস ও ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে। এ আলোচনা চালিয়ে যেতে ইসরায়েলের পক্ষ থেকে দোহায় আরেকটি প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। হোয়াইট হাউস ইসরায়েলের এ সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে।
তিনি জানান, বাইডেন প্রশাসনের শেষ সময়ে এসে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য চূড়ান্ত প্রচেষ্টা চালাচ্ছে। তাদের এ প্রচেষ্টার মাধ্যমে গাজায় যুদ্ধ বন্ধ ও হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়টি প্রাধান্য পাচ্ছে।
এদিকে দুটি সূত্রের বরাত দিয়ে শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে যে ইসরায়েলের কাছে ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। জো বাইডেন প্রশাসন অনানুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে বিষয়টি জানিয়েছে।
অর্থাৎ ক্ষমতার শেষ মূহুর্তে দুমুখো আচরণ করছে বাইডেন প্রশাসন। একদিকে যেমন গাজায় যুদ্ধবিরতি নিয়ে হামাসকে চাপ দিচ্ছে, অন্যদিকে আবার ইসরায়েলকে অস্ত্র বিক্রির বিষয়টিও চূড়ান্ত করছে।
অ্যাক্সিওস জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র যেসব অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে, তার মধ্যে যুদ্ধবিমান ও শত্রুকে আক্রমণ করতে ব্যবহৃত হেলিকপ্টারের সামরিক রসদ রয়েছে। এ ছাড়া গোলা ও যুদ্ধবিমানের জন্য আকাশেই নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তালিকায় রয়েছে। অস্ত্র বিক্রির এই প্যাকেজের মধ্যে ছোট ডায়ামিটার বোমা ও ওয়্যারহেড রয়েছে বলেও অ্যাক্সিওসের খবরে জানানো হয়।
Leave a Reply