গত বছর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে সারা দেশে খুনের শিকার হয়েছে ১ হাজার ৩৬১ জন। এর মধ্যে আগস্ট মাসে ৬১৮ জন, সেপ্টেম্বর ২৮৩, অক্টোবরে ২৪৯ ও নভেম্বর ২১১ জন খুন হয়। শুধু তাই নয় একই সময়ে অপহরণ হয়েছে ২৫৫ জন। এর মধ্যে আগস্টে ২৭, সেপ্টেম্বর ৬৫, অক্টোবরে ৯৬ ও নভেম্বরে ৬৭ জন অপহরণ হয়েছে।
গত ২৮ ডিসেম্বর পুলিশ সদর দপ্তরের ওয়েবসাইটে অপরাধের তালিকা প্রকাশের চিত্রে এমন তথ্য উঠে এসেছে।
তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, তুলনামূলক খুন-অপহরণের সংখ্যা বেড়েছে। গত বছর জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ১১ মাসে ৩ হাজার ১৮০ জন খুনের ঘটনায় পুলিশ নথিভুক্ত করেছে। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১ হাজার ৮১৯ জন খুন হয়েছে। আর আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত ১ হাজার ৩৬১ জন খুন হয়। এ ছাড়া গত চার মাসে দেশে ২০৯টি ডাকাতি ও ৪৬৪টি দস্যুতার ঘটনায় মামলা হয়েছে। আর চুরির ঘটনা ঘটেছে ৩ হাজার ২৬৮টি।
দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ৫ ডিসেম্বর প্রায় ছয় বছরের অপরাধ পরিসংখ্যান প্রকাশ করে পুলিশ সদর দপ্তর। সেখানে দেখা যায়, ঢাকাসহ সারা দেশে ছয় বছরে ১৯ হাজার ৪০ জন খুন হয়েছে। এর মধ্যে চলতি বছরের জুলাই ও আগস্টে নিহত ৯৫২ জন। যদিও এ দুই মাসে বৈষম্যবিরোধী আন্দোলনে মৃত্যুর সংখ্যা হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন সংগঠনের তথ্যে উঠে আসে। এর পরিপ্রেক্ষিতে পুলিশ জানায়, জুলাই-আগস্টে খুনের যে পরিসংখ্যান দেওয়া হয়েছে, তা শুধু মামলার ভিত্তিতে। ওই দুই মাসে নিহতের ঘটনায় এখনো মামলা চলমান রয়েছে।
পরিসংখ্যান বিশ্লেষণে জানা যায়, দেশে প্রতি বছর তিন হাজারের বেশি খুনের ঘটনা ঘটে। ২০২৪ সালের ১১ মাসে ৩ হাজার ১৮০ জন, ২০২৩ সালে ৩ হাজার ২৩ জন এবং ২০২২ সালে ৩ হাজার ১২৬ জন খুন হয়। সেই হিসাবে প্রতি মাসে গড়ে ২৫০ জন খুন হয়। এর সঙ্গে তুলনা করলে দেখা যায়, গত চার মাসে খুনের ঘটনা প্রায় একই রকম রয়েছে। তবে চলতি বছরে জুলাই গণ-অভ্যুত্থানে মৃত্যুর সংখ্যা অনেক থাকায় পরিসংখ্যান আরও বেড়েছে। ২০২৪ সালের ১১ মাসের হিসাবে গড়ে প্রতি মাসে ২৮৯ জন খুন হয়েছে।
পুলিশ সদরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাসে দেশে ৫ হাজার ৬৬২টি নারী ও শিশু নির্যাতনের ঘটনায় অভিযোগ নথিভুক্ত হয়েছে। এর মধ্যে আগস্ট মাসে ১ হাজার ৭২টি, সেপ্টেম্বরে ১ হাজার ৫৭৮, অক্টোবরে ১ হাজার ৫৬০ ও নভেম্বরে ১ হাজার ৪৫২টি মামলা হয়েছে। চুরির ঘটনাও ঘটেছে ২ হাজার ৪২৪টি। এ ছাড়া ৮৪৪টি চুরি হয়েছে বাসাবাড়িতে। অবশ্য চুরি-ডাকাতি বা নারী ও শিশু নির্যাতনের ঘটনা প্রকৃতপক্ষে আরও বেশি বলে অভিযোগ রয়েছে। কারণ সব ঘটনায় ভুক্তভোগীরা মামলা করতে যান না। ফলে সেসব ঘটনা পরিসংখ্যানে অন্তর্ভুক্তও হয় না। ২০২৪ সালের ১১ মাসে দেশে বিভিন্ন অপরাধে ১ লাখ ৫৮ হাজার ৩৮৩টি মামলা নথিভুক্ত হয়েছে। এর মধ্যে গত চার মাসে মামলা নথিভুক্ত হয়েছে ৪৮ হাজার ১৭০টি। জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় প্রতি মাসে ১৫ হাজারের বেশি অপরাধের অভিযোগে মামলা হয়। তবে বিগত সরকারের পতনের পর এ সংখ্যা তুলনামূলক কমেছে।
দেশের অপরাধ ক্রমানুসারে বাড়ে ও কমে উল্লেখ করে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) ইনামুল হক সাগর দেশ রূপান্তরকে বলেন, অপরাধের ধরনগুলো সবসময় একভাবে থাকে না। এটা ক্রমানুসারে বাড়ে ও কমে। সেই হিসাবে ২০২৪ সালের প্রথম সাত মাসের তুলনায় পরের চার মাসের অপরাধ কমেছে। তবে অনেক ক্ষেত্রে আবার অপরাধ বেড়ে গেছে। আগস্টে খুন বেড়েছে। তবে দেশে প্রতি মাসে গড় ২৫০টি খুনের ঘটনা ঘটেছে। ১২-১৫টি ধরনে খুনের ঘটনা বাড়ে। সেগুলো বিশ্লেষণ করে অপরাধ কমাতে পুলিশ কাজ করছে। এ ছাড়া অপহরণ বিগত সময়ের চেয়ে তুলনামূলক বেড়েছে। সে অপরাধগুলো বেড়েছে, সেগুলো নিয়েও কাজ করছি।
অপরাধের সার্বিক বিষয় নিয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক বলেন, গবেষণায় দেখা গেছে, সার্বিক অপরাধের মাত্র ২৭ শতাংশ পরিসংখ্যানে আসে। অবশ্য খুনের ঘটনার বেশিরভাগই জানা যায় এবং পরিসংখ্যানে অন্তর্ভুক্ত হয়। তবে এখন চুরি, ডাকাতি, ছিনতাইসহ সম্পত্তিসংক্রান্ত অপরাধ বেড়েছে। এসব ঘটনায় খুনখারাবিও হচ্ছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশ এখনো শক্তিশালী অবস্থানে না আসাসহ অন্য কারণে লোকজন থানায় কম যাচ্ছে। ফলে অনেক ঘটনা পরিসংখ্যানের বাইরে থেকে যাচ্ছে।
তিনি আরও বলেন, অপরাধ পরিসংখ্যান প্রকাশের বিষয়টি সাধুবাদযোগ্য। তবে আগে দেশে সুশাসন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখানোর জন্য সরকার অপরাধের সংখ্যা কম দেখাত। এখন অন্য অপরাধ কমলেও সম্পত্তিসংক্রান্ত অপরাধ বেড়ে যাওয়ায় জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা রয়েছে। এ জায়গাটিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও নজর দিতে হবে।
Leave a Reply