অন্তবর্তী সরকারকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশে অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন, এতে যদি সংবিধান থেকে আর্টিকেল (অনুচ্ছেদ) ৭০ তুলে দেন , তাহলে তো (সংসদ সদস্য) কেনাবেচা শুরু হবে। এতে করে আরো বেশি গণতন্ত্রের বিপর্যয় আসবে।
৭০ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘যে কোনো সংসদ সদস্য যদি তার নির্বাচনী দলের প্রতি আনুগত্য না দেখিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের সদস্য হন, তবে সে সংসদ সদস্য তার পদ হারাবেন।’
গত রাতে (রোববার) রাজধানীর শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে রিজভী বলেন, আপনারা বিচার বিভাগ, সংবিধান, আইন, প্রশাসন সবকিছু সংস্কার করছেন । কিন্তু সংস্কার যদি লোক দেখানো হয়, তড়িঘড়ি হয় এটা কিন্তু হুমরে মুচড়ে পড়ে যাবে।
তিনি বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ আপনারা সংশোধন করবেন, কিভাবে করবেন, সেটা আপনাদের বিষয়। কিন্তু তড়িঘড়ি করে করলে সংবিধান কিন্তু আরো বেশি পঙ্গু হয়ে যাবে। আমরাও চাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার হোক । কিন্তু সেটি যদি তড়িঘড়ি করে রাতারাতি করেন, তা হবে না।
বিএনপির এই মুখপাত্র বলেন, দেশে অসাধু ব্যবসায়ীরা যেভাবে এমপি হচ্ছেন, এতে যদি সংবিধানের আর্টিকেল ৭০ তুলে দেন, তাহলে তো কেনাবেচা শুরু হবে। এতে করে আরো বেশি গণতন্ত্রের বিপর্যয় আসবে। কয়েকটি ধারাবাহিকভাবে নির্বাচনে অনুষ্ঠিত হলে এটা নিয়ে কাজ করতে পারবে ।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, শ্রমিক দল দক্ষিণের সভাপতি সুমন ভুইয়া, সাধারণ সম্পাদক সবুজ, ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর আউয়াল প্রমুখ।
Leave a Reply