ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন মেট্রোরেলের পিলারে অঙ্কিত শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্রসংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অংশ নেওয়া সংগঠনগুলোর নেতাকর্মীরা শেখ হাসিনার ‘ঘৃণাস্তম্ভে’ জুতা নিক্ষেপ করে প্রতিবাদ জানান।
এ সময় শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন, যেমন: “রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে”; “ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই”; “আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম”; “খুনি হাসিনার দুই গালে, জুতা মারো তালে তালে”; এবং “একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর”।
বিক্ষোভকারীরা টিএসসি এলাকায় গণঅভ্যুত্থানের সময় আঁকা গ্রাফিতি মুছে ফেলার তীব্র নিন্দা জানান এবং শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি করেন। তারা আরও অভিযোগ করেন, আওয়ামী সরকারের সহযোগীরা দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পেছনে ভূমিকা রাখছে।
একই দিনে, বেলা ১২টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কুশপুত্তলিকা নিয়ে মিছিল করে ছাত্রদল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মুছে ফেলা গ্রাফিতির প্রতিবাদে এ মিছিল আয়োজন করা হয়। মিছিল শেষে সার্ক ফোয়ারা এলাকায় শেখ হাসিনার প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়। এতে স্থানীয় জনগণের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও অংশ নেন।
আয়োজকেরা দাবি করেন, বিগত ১৫ বছরে শেখ হাসিনার সকল অপরাধের জন্য তাকে বিচারের মুখোমুখি করা জরুরি।
এদিকে বেলা ২টায় টিএসসিতে প্রস্তুত করা ঘৃণা স্তম্ভে শেখ হাসিনার ছবির ওপর গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। এসময় জুলাই আগস্টের গণ-অভ্যুত্থানের ছাত্র জনতার ওপর চড়াও হওয়া দোষী সকলকে আইনের আওতায় আনার দাবি জানান অংশগ্রহণকারীরা।
বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া সকলে পতিত আওয়ামী লীগ সরকারের দোসরদেরও বিচারের দাবি জানান।
Leave a Reply