টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে ট্রিপল মার্ডার মামলার আসামি জিয়া বিন কাসিমকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার সকালে মামলার তদন্তকারী অফিসার টঙ্গী পশ্চিম থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আসাদুজ্জামান আসাদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, শুক্রবার চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি জানান, জিয়া বিন কাসিম ট্রিপল মার্ডার মামলার এজাহার নামীয় ৬ নম্বর আসামি। তাকে টঙ্গী পশ্চিম থানায় নিয়ে আসা হচ্ছে।
সিএমপি ডবলমুরিং থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মোহাম্মদ রফিক আহমেদ জানান, টঙ্গী থেকে মামলার তদন্তকারী কর্মকর্তা এসে আমাদের সহযোগিতায় একজন আসামিকে গ্রেফতার করেছেন। ওই আসামিকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।
তাবলীগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, গ্রেফতার জিয়া বিন কাসেম গত ১৮ ডিসেম্বর রাতের অন্ধকারে ইজতেমা ময়দানে হামলার মাস্টারমাইন্ড ছিলেন।
এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) ইস্কান্দার হাবিবুর রহমান বলেন, আসামি এখনো আমাদের থানায় এসে পৌঁছে নাই। এলে জানানো হবে।
Leave a Reply