গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেইলি ব্রিজ ভেঙে একটি ট্রাক তুরাগ নদীতে পড়ে গেছে। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
আজ শনিবার ভোরে মালবোঝাই একটি ট্রাক বেইলি ব্রিজ অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। এ সময় নদীর উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
এদিকে এ ঘটনায় ওই সড়ক দিয়ে চলাচলকারী সকল যাত্রী ও যানবাহনকে টঙ্গী ব্রিজ এড়িয়ে বিকল্প সড়ক তথা টঙ্গীর কামারপাড়া হয়ে মন্নু গেইটের রাস্তা ব্যবহার করার পরামর্শ দিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের পুলিশ কমিশনার লিয়াকত আকবর দৈনিক আমাদের সময়কে জানান, শনিবার ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর তুরাগ নদীর নির্মিত দুটি বেইলি ব্রিজের মধ্যে ময়মনসিংহমুখী বেইলি ব্রিজ অতিক্রম করার সময় মালবাহী একটি ট্রাক ব্রিজ ভেঙে নদীতে পরে যায়। এতে রাস্তায় যানজটের সৃষ্টি হয়েছে।
মহাসড়কে ঢাকামুখী অপর বেইলি ব্রিজ দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক দক্ষিণ বিভাগের পুলিশ কমিশনার।
Leave a Reply