1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন

আন্তঃমহাদেশীয় শিরোপা জিতল রিয়াল

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

বর্ষসেরার রেশ না কাটতেই ইন্টারকন্টিনেন্টাল কাপে আরেকটা চমক দিল ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। তার সাথে তাল মিলিয়ে গোলের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে ও রদ্রিগো গোয়েস। তিন গোলে মৌসুমের দ্বিতীয় শিরোপা জিতল রিয়াল মাদ্রিদ।

মেক্সিকোর ক্লাব পাচুকা এফসির বিপক্ষে বুধবার রাতে লুসাইলে মাঠে নামে কার্লো আনচেলত্তির দল। গত মৌসুমের ট্রেবলজয়ীরা জিতে নিল আরো একটি শিরোপা। নামের পাশে যুক্ত হলো ইন্টারকন্টিনেন্টাল কাপের চ্যাম্পিয়নের তকমা।

ঠিক দু’বছর আগে আর্জেন্টিনার বিশ্ব জয়ের গল্পও লেখা হয় এই লুসাইল স্টেডিয়ামে। দুনিয়া দেখা বিশ্বজয়ে মেতে ছিল মেসি-মর্টিনেজরা। ফিরে দেখা সেই একই দিনে রিয়াল মাদ্রিদের হয়ে লুসাইলে শিরোপা ঘরে তুলল উদীয়মান এমবাপ্পে।

সামনে ফিফার (ফেডারেশন ইন্টারন্যাশনাল অব ফুটবল অ্যাসোসিয়েশন) ক্লাব বিশ্বকাপের পরিধি ও ফরম্যাট বদলে যাচ্ছে ২০২৪-২৫ আসর দিয়ে। এজন্যই বিশ্বকাপের আদলে প্রথমবার আন্তঃমহাদেশীয় কাপ আয়োজন করেছে ফিফা। ছয় কনফেডারেশনের চ্যাম্পিয়নদের নিয়ে আয়োজিত নকআউট টুর্নামেন্টের ফাইনালে রিয়ালের মুখোমুখি হয় পাচুকা।

রিয়ালের সামনে পাচুকার শুরুটা ভালো হয়নি। বল দখলেও ছিল অনেকটা পিছিয়ে। আক্রমণভাগে লড়াই করলেও গোলের দেখা পায়নি মেক্সিকোর দলটি। এক গোল আর দুর্দান্ত এক অ্যাসিস্টে জয়ের নায়ক হলেন ভিনি। সময়ের ব্যবধানে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় রিয়াল। ম্যাচের ২২ মিনিটের মাথায় সুযোগ পেয়েও হাতছাড়া হলো রদ্রির।

তবে ম্যাচের ২৭ মিনিটে আবারো সুযোগ পায় রদ্রি তাতেও কাজ হলো না। এর দশ মিনিট পর প্রথম গোল করেন এমবাপ্পে। পাচুকা গোলকিপারকে চমকে দিয়ে ভিনিসিয়াসের অ্যাসিস্টে বল জালে পাঠান ফ্রান্সের ফরোয়ার্ড। এতেই প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে বিরতিতে মাঠ ছাড়ে দুই দল।

বিরতির পর মাঠে নেমে গোলের জন্য আর অপেক্ষা করতে হলো না রিয়ারকে। ডি বক্সের বাইরে থেকে এক নজরকাড়া শটে বল জালে পাঠান রদ্রিগো। প্রথমর্ধের দুই বারের চেষ্টা যেন সফলতায় দেখা দিল রদ্রির সামনে।
দ্বিতীয় গোলের পর ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে পাচুকা। ৫৯ মিনিটের মাথায় দারুণ সুযোগ তৈরি করেও সফল হলো না মেক্সিকোর ক্লাবটি। ৬৭ মিনিটে রনদনের নেয়া ফ্রি কিকটাও আটকে দিয়ে পাচুকাকে হতাশ করেন রিয়াল গোলকিপার।

খেলার ৭৩ মিনিটে বেলিংহাম ও ভিনিসিয়াসের দারুণ নৈপুণ্যে আবারো সুযোগ পায় রিয়াল। পাচুকা গোলকিপারের কাছে আটকে যান ভিনি। ৮৪ মিনিটের মাথায় পেনাল্টি থেকে ৩ নম্বর গোলটা এনে দেন ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস।

শেষ দিকে ভিনি আবারো সুযোগ পেলেও তা আর জালে জড়ায়নি। অবশ্য শেষ চেষ্টা করেছিল পাচুকা কিন্তু অফ সাইডের কারণে গোলটি বাদ হয়ে যায়। এতে ম্যাচের শেষ পর্যন্ত দাপিয়ে বেড়ালেও আর গোল পায়নি পাচুকা। রেফারির শেষ বাঁশিতেই জয়ের আনন্দে মাঠ ছাড়ে রিয়ার মাদ্রিদ। তুলে নিল আরো একটি শিরোপা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com