এক মাসের মধ্যে বাজারে নতুন আলু আসলে দাম কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আজ সোমবার সচিবালয়ে ভোজ্যতেলের দাম নির্ধারণ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
শেখ বশিরউদ্দীন বলেন, ‘আলুতে চূড়ান্ত অস্থিরতা বিরাজ করছে। এ থেকে পরিত্রাণ পেতে চাই। নতুন আলু আসতে হয়তো ৪ সপ্তাহ লাগবে। আশা করছি তিন সপ্তাহের মধ্যে আলুর দাম সহনীয় পর্যায়ে চলে আসবে।’
তিনি আরও বলেন, ‘নতুন আলু আসতে আর হয়তো ৪ সপ্তাহ সময় লাগবে। তাই যারাই দুঃখজনকভাবে এই ঘটনাগুলো ঘটিয়েছেন, আমার ধারণা ৩ সপ্তাহের মধ্যেই তাদের স্টক লিমিটেড করতে হবে। আমরা যতই অ্যাকশন নিতে চাই। আমাদের অ্যাকশন একটাই আছে আমদানিকে সহজীকরণ। আমরা আমদানিকে সহজীকরণ করেছি। আমদানি সহজীকরণ করার ফলে আমরা দেখেছি ভারত থেকে কিছু আলু আসছে। খুব বেশি আসেনি। এই মূহুর্তে এর থেকে ভালো কিছু করার সুযোগ নেই। ৩ সপ্তাহের মধ্যে আমরা আশা করছি যে, আলুর দামটা সহনীয় হয়ে যাবে।’
Leave a Reply