গাজা যুদ্ধবিরতির বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের প্রতিনিধিরা দোহায় ফের আলোচনায় বসতে চলেছেন বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে আল থানি জানান, গাজায় যুদ্ধবিরতি আলোচনায় মধ্যস্থতা করতে প্রচেষ্টা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র, কাতার ও মিশর।
তবে আলোচনার দিন-তারিখ স্পষ্ট না করে তিনি বলেন, ‘(যুদ্ধবিরতির বিষয়ে) কীভাবে অগ্রগতি অর্জন করা যায়, তা নিয়ে আলোচনার জন্য ইসরাইলের পক্ষ থেকে প্রতিনিধি দলের পাশাপাশি যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দলও দোহা সফর করবে।’
‘হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হওয়ার পর মধ্যস্থতাকারীরা হামাসের সাথে পুনরায় আলোচনা করেছেন’ উল্লেখ করে আল থানি বলেন, ‘গত কয়েকদিনে তাদের সাথে আমাদের কয়েকটি বৈঠক হয়েছে, কিন্তু (তাদের সাথে) আলোচনা কীভাবে এগোবে, তা এখনো স্পষ্ট নয়।’
সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, ‘আশা করছি, সংশ্লিষ্ট পক্ষগুলো শিগগিরই একটি যুদ্ধবিরতি চুক্তি এবং গাজায় বন্দীদের মুক্তির বিষয়ে আলোচনায় বসবে।’
সাংবাদিকদের ব্লিঙ্কেন বলেন, ‘আমরা বিভিন্ন বিকল্প খুঁজছি। (আলোচনায়) হামাস আসবে কি না, তা আমরা এখনো নির্ধারণ করিনি। তবে উভয়পক্ষকে আলোচনায় অন্তর্ভুক্ত করাই হবে আমাদের পরবর্তী পদক্ষেপ।’
সূত্র : সিনহুয়া/ইউএনবি
Leave a Reply