কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে বাংলাদেশকে পূর্ণ সহযোগিতা দেয়ার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার লিলি নিকোলস।
সোমবার বিকেলে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো: জাহাঙ্গীর আলম চৌধুরীর সাথে সাক্ষাৎকালে একথা জানিয়েছেন নিকোলস।
সাক্ষাতের শুরুতে, বাংলাদেশ থেকে কানাডায় পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে উপদেষ্টা ঢাকাস্থ হাই কমিশনারের দৃষ্টি আকর্ষণ করেন বলে এক বিবৃতিতে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
কানাডার হাইকমিশনারকে বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বাংলাদেশের অনেক বড় বড় অপরাধী বিপুল পরিমাণ অর্থ কানাডায় পাচার করে সেখানে আশ্রয় নিয়েছে।’
এর জবাবে পাচারের অর্থ উদ্ধারে সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন হাইকমিশনার।
নিকোলস বলেন, অর্থ ফেরত আনার বিষয়টি চ্যালেঞ্জিং ও সময়সাপেক্ষ, কিন্তু অসম্ভব নয়।
অর্থ উদ্ধারের জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ আনুষ্ঠানিক প্রস্তাব ও চিঠি প্রেরণের অনুরোধ জানান তিনি।
বাংলাদেশে বসবাসরত কানাডার নাগরিকসহ সকল বিদেশির শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে বলে হাইকমিশনারকে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
সূত্র : বিবিসি
Leave a Reply