ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মুখে বাংলাদেশের সাম্প্রতিক সংকটকাল উচ্চারিত হয়েছে। নিজের রাজ্যে জন্মাষ্টমীর সভায় ভারতে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিণতির কথা স্মরণ করিয়ে জাতীয় ঐক্যের পক্ষে জোরাল আহ্বান জানালেন গেরুয়া নেতা। যোগীর ভাষায় ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’ (বিভাজনে দূরত্ব বাড়বে)।
সোমবার জন্মাষ্টমী উপলক্ষে আগ্রায় রাষ্ট্রবীর দুর্গাদাস রাঠোরের মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন করেন যোগী। সেখানেই তিনি মন্তব্য করেন, ‘ভাই এবং বোনেরা, একতা ছাড়া কোনো কাজ করা সম্ভব না। কোনো উদ্দেশ্য পূরণ হতে পারে না। ঐক্যবদ্ধ ও সৎ থাকলে জাতি শক্তিশালী হবেই। অপর পক্ষে বিভাজনের ফলে আমাদের মধ্যে দূরত্বই কেবল বাড়বে। আপনারা দেখেছেন বাংলাদেশে কী হয়েছে। দেখেননি কি? ওই ভুলের পুনরাবৃত্তি আমাদের এখানে (দেশে) যেন না ঘটে।’
যোগীর এই মন্তব্যকে অস্ত্র করে বিজেপি এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করেছেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। ‘সপা’ এমপি মন্তব্য করেন, ‘বাংলাদেশ সম্পর্কে যোগীর সাম্প্রতিক বক্তব্য প্রধানমন্ত্রী পদের জন্য তার আকাঙ্ক্ষারই ইঙ্গিত দেয়। এই প্রথম তিনি ইঙ্গিত করলেন এমনটা নয়। আমার বিশ্বাস দিল্লির বড়কর্তারা এই মন্তব্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন না।’
সূত্র : আনন্দবাজার পত্রিকা
Leave a Reply