সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনার প্রতিবাদে দুবাইতে বিক্ষোভ করায় বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া ৫৭ জন বাংলাদেশীকে মুক্ত করতে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।
বাংলাদেশের সুপ্রিমকোর্টের আইনজীবী ওলোরা আফরিনকে এ কাজে নিয়োগ দেয়া হয়েছে।
সোমবার মিশন চিফ মুহাম্মদ মিজানুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
সংযুক্ত আরব আমিরাতের অ্যাম্বাসি এ বিষয়ে আইনজীবী আফরিনকে সাহায্য করবেন।
দুবাইতে কাজ করা এ শ্রমিকদের মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে বিচার করে সাজা দেয়া হয়েছে গত ২৪ জুলাই। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন, ৫৩ জনকে ১০ বছর এবং বাকি একজনকে ১১ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
তখন দেশে চলমান অস্থিরতার কারণে বাংলাদেশ দূতাবাস কোনো ভূমিকা রাখেনি।
সূত্র : বিবিসি
Leave a Reply