পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল ১১টায় এই সমাবেশ হবে বলে জানান অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান।
তিনি বলেন, ‘আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক-কর্মচারীরা, আগামী ১ আগস্ট সকাল ১১টায় শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও সহিংসতার প্রতিবাদে অপরাজেয় বাংলার পাদদেশে সমাবেশ করব।’
অন্যান্য বিভাগের শিক্ষক-কর্মচারীদেরও তাদের সাথে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।
এছাড়া দুপুর ১২টায় একই স্থানে মানববন্ধন করবেন জনপ্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এক শিক্ষার্থীকে বাঁচাতে গিয়ে আহত হন জনপ্রশাসন বিভাগের শিক্ষক শেহরীন আমিন ভূঁইয়া ও অধ্যাপক ড. নুসরাত জাহান চৌধুরী।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনরত এক শিক্ষার্থীকে হেফাজতে নেয়ার চেষ্টা করলে পুলিশ এ ঘটনা ঘটে।
এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে ‘মার্চ ফর জাস্টিস’-এ যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক।
Leave a Reply