1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ০৫:১৭ অপরাহ্ন

নিখোঁজ হওয়ার ২২ বছর পর মিলল পর্বতারোহীর মরদেহ

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪

পেরুর বরফে ঢাকা পাহাড়ে উঠতে গিয়ে ২২ বছর আগে নিখোঁজ হন মার্কিন পর্বতারোহী উইলিয়াম স্ট্যামফল। সম্প্রতি বৈশ্বিক উষ্ণতায় বরফ গলে গিয়ে বেরিয়ে আসে তার মরদেহ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, গতকাল সোমবার পেরুর পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ২০০২ সালের জুনে তুষারধসে চাপা পড়ে নিখোঁজ হন ৫৯ বছর বয়সী উইলিয়াম। ২২ হাজার ফিট ‍উঁচুতে চালানো হয় উদ্ধার অভিযান। কিন্তু লাভ হয়নি।

পেরুর পুলিশ জানায়, আন্দেসে তীব্র গরমে বরফ গলতে শুরু করায় তার দেহাবশেষ বেরিয়ে আসে। তীব্র ঠাণ্ডায় থাকার কারণে প্রায় অক্ষত অবস্থায় রয়েছে তার লাশ।

লাশের সঙ্গে তার পাসপোর্ট থাকায় পরিচয় সনাক্ত করা সহজ হয়েছে পুলিশের।

এর আগে গত মে মাসে পাহাড়টিতে একজন ইসায়েলি পর্বতারোহীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তিনিও মাসখানেক আগে সেখানে গিয়ে নিখোঁজ হয়েছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com