বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও অভিনেতা জাহির ইকবাল। আগামীকাল রবিবার তারা বিয়ে করবেন। তবে তারা দুজন দুই ধর্মের হওয়ায় তাদের নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। জাহির ইকবাল মুসলিম হওয়ায় সোনাক্ষীর পরিবারও নাকি এ বিয়েতে তেমন খুশি নয়। সোনাক্ষীকে নিয়ে আরও গুরুত্বপূর্ণ যে প্রশ্ন উঠেছে তা হলো, বিয়ের পর তিনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন?
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, সোনাক্ষী ইসলাম ধর্ম গ্রহণ করবেন কি না, সে প্রশ্নের উত্তর দিয়েছেন তার হবু শ্বশুর ইকবাল রতংশী। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার হবু পুত্রবধূ সোনাক্ষী বিয়ের পর ইসলাম ধর্ম গ্রহণ করবেন না। সোনাক্ষী-জাহিরের বিয়েতে মুসলিম কিংবা সনাতন, কোনো রীতিই মানা হবে না। রেজিস্ট্রি করে বিয়ে করবেন তারা।
ইকবাল রতংশী বলেন, ‘আমার ছেলে ধর্ম বদলাচ্ছে না এটা নিশ্চিত। এটা মনের মিলনের অনুষ্ঠান। ধর্মের এখানে কোনো কাজ নেই।’
মুসলিম ছেলেকে বিয়ে করায় বলিউডের কিংবদন্তি অভিনেতা ও তৃণমূল কংগ্রেস থেকে নির্বাচিত সংসদ সদস্য শত্রুঘ্ন সিনহা মন খারাপ করেছেন বলে সংবাদমাধ্যমে খবর বেরিয়েছিল। তবে এ বিষয়ে তিনি নমনীয় হয়েছেন। শত্রুঘ্নের বন্ধু শশী রঞ্জন সংবাদমাধ্যমকে বলেন, ‘ও (সোনাক্ষী সিনহা) যাকে ভালোবাসে তাকেই বিয়ে করতে চলেছে। সবাই অংশ নিচ্ছে, শত্রুঘ্নর ভাই আসছে যুক্তরাষ্ট্র থেকে। ওদের বিয়ের রেজিস্ট্রি জাহির ইকবালের বাড়িতে অনুষ্ঠিত হবে। এটা আমাদের সবার জন্য দারুণ আনন্দের একটা মুহূর্ত।’
Leave a Reply