1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ১৬ জুন ২০২৪, ১২:০২ অপরাহ্ন

ব্রিটেনে ৪ জুলাই নির্বাচন, হেরে যাবে সুনাকের দল!

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুধবার ঘোষণা করেছেন যে ৪ জুলাই ব্রিটেনের জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। এই নির্বাচন নির্দিষ্ট করবে কারা ব্রিটেন শাসন করবে। তার বিভক্ত এবং হতাশ কনজার্ভেটিভ পার্টি ১৪ বছর ক্ষমতায় থাকার পর এবার হেরে যেতে পারে বলে মনে হচ্ছে।

সুনাকের এই ঘোষণায় অনেকেই, বিশেষত যারা ভাবছিলেন যে শরত্কালে এই নির্বাচন অনুষ্ঠিত হবে, তারা বিস্মিত হন। সুনাক তার ঘোষণায় বলেন, ‘এখনই সেই মুহূর্ত যখন ব্রিটেন তার ভবিষ্যত্ বেছে নেবে।’ তিনি অর্থনৈতিক সুসংবাদের দিনে এই কথা বলেন এবং আশা করছেন যে দোদুল্যমান ভোটদাতাদের তার ক্ষমতাসীন থাকার সময় তুলনামূলকভাবে একটি সাফল্যের কথা তিনি স্মরণ করিয়ে দিতে পারছেন।

কিন্তু প্রধানমন্ত্রীর বাড়ির বাইরে সুনাক প্রচণ্ড বৃষ্টিতে ভিজে যান এবং বিক্ষোভকারীদের আওয়াজে তিনি প্রায় হারিয়ে যান। তারা গাইছিল, ‘থিংস ক্যান ওনলি গেট বেটার’। টনি ব্লেয়ারের সময় থেকেই এটি লেবার পার্টির নির্বাচনী প্রচার অভিযানের একটি গান।

সুনাকের মধ্য-ডানপন্থী দলটি দেখতে পাচ্ছে যে তাদের প্রতি সমর্থন ধীরে ধীরে কমে আসছে। তারা গত দু বছরে অর্থনীতির নিম্নগতি, ন্যায় নীতি বিষয়ে দুর্নাম এবং নেতাদের বেরিয়ে যাওয়া এবং প্রবেশ করার মতো অনেকগুলো সঙ্কট মোকাবেলা করার চেষ্টা করেছে।

মধ্য বামপন্থী দল লেবার পার্টি সুনাকের দলকে পরাস্ত করতে পারবে বলে অনেকেই মনে করেন। লেবার নেতা কেইর স্টার্মার বলেন তার দল স্থিতিশীলতা নিয়ে আসবে। স্টার্মার আরো বলেন, ‘একত্রে আমরা এই বিশৃঙ্খলা বন্ধ করতে পারবো, আমরা পরিবর্তন আনতে পারবো, আমরা ব্রিটেনের পুনঃনির্মাণ শুরু করতে পারবো এবং আমাদের দেশে পারিবর্তন আনবো।’

জীবনযাপনের ব্যয়ের ঊর্ধ্বগতি এবং ইউরোপ থেকে ঝুঁকিবহল ইংলিশ চ্যানেল পেরিয়ে আসা আশ্রয় প্রার্থী ও অভিবাসন প্রার্থীদের বিষয়ে গভীর বিভাজনের পাটভূমিতে এই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের ঘোষণাটি এমন এক দিনে এলো যখন সরকারি হিসাবে দেখা যাচ্ছে যে ব্রিটেনে মুদ্রাস্ফীতির কমে গিয়ে এখন দাঁড়িয়েছে ২.৩%-এ।এটি গত তিন বছরে সর্বনিম্ন হার।

সমগ্র যুক্তরাজ্য জুড়ে ভোটদাতারা হাউস অফ কমন্সের জন্য পাঁচ বছর মেয়াদের জন্য ৬৫০ জন সদস্যকে নির্বাচিত করবেন। যে দলটি কমন্সে সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা এককভাবে কিংবা জোট গঠন করে আগামী সরকার গঠন করবে এবং তাদের নেতাই হবেন প্রধানমন্ত্রী।
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com