১৪ এপ্রিল সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানো হয়।
১৪ এপ্রিল সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানো হয়।
মৃত অভিযুক্তের ভাই অভিষেক থাপন বলেন, ‘অনুজ এমন ব্যক্তি নয় যে আত্মহত্যা করবে।
সুপারস্টার সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনার তদন্ত এখনও শেষ হয়নি। গুলি চালানোর ঘটনার পর সালমানের নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি এই ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এরই মধ্যে অনুজের আত্মহত্যা নতুন মোড় নিল এই মামলায়।
গুলি চালানোর মামলায় গ্রেপ্তার হন অনুজ থাপন। তিনি গত কয়েকদিন ধরে পুলিশ হেফাজতে ছিলেন। ক্রাইম ব্রাঞ্চ সূত্রে জানা গেছে, ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে থাকাকালীন আত্মহত্যা করেন। রাত ১১টা থেকে ১২টার মধ্যে এই ঘটনা ঘটে বলে সূত্রের খবর, তাকে সেন্ট জর্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অনুজের বিরুদ্ধে ১৪ এপ্রিল সালমান খানের বাড়িতে যে অস্ত্র দিয়ে গুলি চালানো হয়েছিল সেই অস্ত্র দেওয়ার অভিযোগ রয়েছে। মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তদন্তের পর অনুজকে পাঞ্জাব থেকে আটক করে।
১৪ এপ্রিল রবিবার ভোর ৫টার দিকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে একের পর এক ৪-৫টি গুলি চালানো হয়। এ খবর প্রকাশ্যে আসার সালমান খানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। ঘটনার পর অভিনেতার নিরাপত্তা আগের চেয়ে আরও কড়া করা হয়েছে।
Leave a Reply