প্রগতিশীল মার্কিন কংগ্রেসওম্যান ইলহান ওমর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ব্যাখ্যা করেছেন যে- কেন তিনি ইসরাইলের জন্য ২৬ বিলিয়ন ডলারের সরকারি তহবিল প্রদানের বিলের বিরুদ্ধে ভোট দিয়েছেন।
রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইলহান ওমর বলেছেন, ‘আমি শর্তহীন সামরিক সাহায্য সমর্থন করি না যা ইতোমধ্যেই ঘটে যাওয়া ভয়াবহ মানবিক পরিস্থিতিকে আরো বাড়িয়ে দিবে।’
তিনি আরো বলেন, ‘ফিলিস্তিনিদের গণহত্যা অব্যাহত থাকা অবস্থায় ইসরাইলি সেনাবাহিনীকে এমন একটি ফাঁকা চেক প্রদান করা অযৌক্তিক।’
৩৭ জন ডেমোক্র্যাট এবং ২১ জন রিপাবলিকানদের মধ্যে ইলহান ওমরই একমাত্র ব্যক্তি যিনি বিলটির বিপক্ষে ভোট দিয়েছিলেন। বিলটি ৩৬৬ ভোটের সমর্থনে হাউসে পাস হয়েছিল। এটি এখন সেনেটে যাবে, যেখানে দুই মাসেরও বেশি আগে একই ধরনের একটি বিল পাস হয়েছিল।
সূত্র : আল-জাজিরা
Leave a Reply