ইসরায়েলের ভূখণ্ডে ইসরায়েলি হামলা নিয়ে নিজেদের অবস্থান জানাল ভারত। তারা জানিয়েছে, মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন। অবিলম্বে ওই এলাকায় শান্তির দাবি জানায় তারা।
রবিবার ভোর রাতে সরাসরি ইসরায়েলের ওপর হামলা শুরু করে ইরান। নজিরবিহীন এ হামলায় ইসরায়েলজুড়ে ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটছে। তিন শতাধিক ড্রোন ও রকেট নিক্ষেপ করেছে ইরান। হামলা হয়েছে ইরাক ও ইয়েমনে থেকেও। জেরুজালেম ও তেলআবিবসহ পুরো ইসরায়েলজুড়ে বেজেছে বিমান হামলার সাইরেন।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতি দিয়েছে, তাতে বলা হয়েছে, ‘ইরান এবং ইসরায়েলের বৈরিতায় শুরু যুদ্ধ পরিস্থিতিতে আমরা গভীর ভাবে উদ্বিগ্ন। ওই এলাকার শান্তি বিঘ্নিত করছে এই আক্রমণ। আমরা অবিলম্বে হামলা থামিয়ে শান্তি স্থাপনের দাবি জানাচ্ছি।’
হিংসার পথ থেকে সরে এসে কূটনীতির পথে হাঁটতে হবে বলেও জানায় তারা।
Leave a Reply