1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩১ পূর্বাহ্ন

খান ইউনিসে ইসরাইলি বাহিনীর ব্যাপক ক্ষতি

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪

গাজা উপত্যকার খান ইউনিসে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসরাইলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই চলছে। হামাসের সশস্ত্র শাখা আল কাসসাম বিগ্রেড দাবি করেছে, তারা বেশ কয়েকজন ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে।

গাজা উপত্যকার এই এলাকায় কয়েক মাস ধরে যুদ্ধ চলছে। অক্টোবরে হামলা শুরুর পর থেকেই এখানে হামলা চালাচ্ছে ইসরাইলি বাহিনী। কিন্তু এখনো ঘন বসতিপূর্ণ এই এলাকার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।

কাসসাম বিগ্রেড এক বিবৃতিতে দাবি করেছে, তারা আজ-জান্না এলাকায় ৯ ইসরাইলি সৈন্যকে হত্যা করেছে। এলাকাটি ইসরাইলের সীমান্ত-লাগোয়া। নগরীর অন্যান্য স্থানেও লড়াই চলছে। ওইসব এলাকায় আরো অন্তত পাঁচ ইসরাইলি সৈন্যকে হত্যা করার দাবি করেছে কাসসাম ব্রিগেড। তারা কয়েকটি ইসরাইলি ট্যাংককে টার্গেট করার দাবিও করেছে।

তবে ইসরাইলি বাহিনী এখনো তাদের হতাহতের ব্যাপারে কোনো তথ্য দেয়নি।

খান ইউনিস থেকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভিক্টিমদের সরিয়ে নিতে নগরীর পূর্ব দিকে তিনটি ইসরাইলি হেলিকপ্টার অবতরণ করেছে।

এদিকে ইসরাইল শনিবার দাবি করেছে, তারা গাজা থেকে এক অপহৃতের লাশ উদ্ধার করেছে। তার নাম ইলাদ কাতজির। তিনি ৪৭ বছর বয়স্ক এক ইসরাইলি কৃষক। ফিলিস্তিনি ইসলামিক জিহাদের হাতে তিনি বন্দী ছিলেন। মধ্য জানুয়ারিতে তাকে মাটি চাপা দেয়া হয় বলে জানানো হয়েছে। এ ব্যাপারে তাদের মিত্র হামাস কোনো মন্তব্য করেনি।

এদিকে যুদ্ধ ষষ্ট মাসে পড়ার ফলে ইসরাইলে পণবন্দীদের মুক্তির দাবিতে প্রবল চাপ সৃষ্টি হচ্ছে। বিক্ষোভকারীরা পদত্যাগ করে নতুন নির্বাচন দেয়ার জন্য ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র : আল জাজিরা ও রয়টার্স

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com