শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বপ্ন পূরণ হয়নি বাংলাদেশের। খুব কাছে গিয়েও পুড়েছে আক্ষেপের অনলে। তবে তা নিয়ে বসে থাকার সুযোগ নেই, আবারো মাঠে নামতে হচ্ছে টাইগারদের। ফরম্যাট বদলে ওয়ানডেতে মুখোমুখি হবে শ্রীলঙ্কার।
আগামীকাল বুধবার থেকে মাঠে গড়াচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামেই হবে সবগুলো ম্যাচ। বেলা ২টায় শুরু হবে খেলা।
ম্যাচ পূর্ব আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আজ মঙ্গলবার কথা বলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। যেখানে তাকে কথা বলতে হয় সমর্থকদের নিয়ে। মূলত টি-টোয়েন্টি সিরিজ হারের পর ক্রিকেট উন্মাদনায় খানিকটা যেন ভাটা পড়েছে সাগরিকায়। লিটন-শান্তরা খুব একটা টানতে পারছেন না দর্শকদের।
কেন এমন? এই প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘আমরা এক ম্যাচ ভালো খেললে ভালো দল হয়ে যাই। আবার এক ম্যাচ অনেক খারাপ দল হয়ে যাই। এটা অতীত থেকে হয়ে আসছে। তাছাড়া রমজানও শুরু হয়েছে। এর জন্যও হতে পারে। তবে আমরা এই নিয়ে চিন্তিত না।’
এরপর সমর্থকদের নিয়ে শান্ত আরো বলেন, সমর্থকরা মাঠে আসেন, খেলা দেখেন, সমর্থন দেন। মাঝে মাঝে আবেগে যেসব কথা বলেন, সেগুলো আমাদের কারণে বলেন; যেন আমরা আরো ভালো করতে পারি। আমরাও শতভাগ চেষ্টা করি কিভাবে ভালো খেলে ফিডব্যাক দেয়া যায়।’
Leave a Reply