1. tasermahmud@gmail.com : admi2017 :
  2. akazadjm@gmail.com : Taser Khan : Taser Khan
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০১:২২ পূর্বাহ্ন

তামিম শর্ত দিয়ে খেলবে, এটা কেমন শোনায়: সুজন

ইউএস বাংলাদেশ ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ মার্চ, ২০২৪

গত বছরে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সর্বশেষ খেলেছিলেন তামিম ইকবাল। এরপর নানা নাটকীয়তায় জায়গা হয়নি বিশ্বকাপে। এর পরেও নানা সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। এবারের বিপিএলের পর তামিম বলেছিলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে হলে অনেক কিছু ঠিক হতে হবে।’

তামিমের ফেরা নিয়ে এত আলোচনায় কিছুটা বিরক্তি প্রকাশ করেছেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। আজ সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগে পারটেক্সের বিপক্ষে ম্যাচ শেষে আবাহনীর এই কোচ বলেন, ‘দেখুন, তামিমের অভিজ্ঞতা কিংবা পারফরম্যান্স নিয়ে কারও তো কোনো কথা নেই। মিডিয়ায় আমিও শুনি। তামিমের সঙ্গে আমার কথা হচ্ছে অনেক দিন ধরে। এবারের বিপিএলে তামিমের সঙ্গে আমার শুধু হাত মেলানো হয়েছে খেলা শেষে। ওইভাবে বসে কথা হয়নি। আমি বলতে পারব না ও কী চাচ্ছে, কী চাচ্ছে না। যেহেতু ও বিশেষভাবে প্রেসিডেন্ট স্যারের সঙ্গেই বসতে চাচ্ছে, এখানে আমার কথা না বলাই ভালো।’

সুজন আরও বলেন, ‘ (তামিম) কথা বলুক, কেন খেলতে চাচ্ছে না, কী হলে খেলবে, এটা ওর প্রেসিডেন্ট স্যারকে (নাজমুল হাসান পাপন) পরিষ্কার করাটাই ভালো। এটার মধ্যে আমাদের তৃতীয় কোনো ব্যক্তির না যাওয়াটাই ভালো। আমরা সবাই চাই, তামিম ফিরে আসুক। খেলতে চাইলে অবশ্যই খেলবে। কিন্তু শর্ত দিয়ে খেলবে, এই কথাটা শুনতে যেন কেমন শোনায়। আমি জাতীয় দলের হয়ে খেলব। দেশ, জাতীয় দল; এসব অনেক আগে, অনেক ঊর্ধ্বে। এখানে শর্তের ব্যাপারটি শুনতেই খারাপ দেখায়।’

জাতীয় দলে খেলার জন্য শর্ত জুড়ে দেওয়ার ব্যাপারে সুজন বলেন, ‘তামিম এত বছর বাংলাদেশ দলকে সার্ভিস দিয়েছে, ওকে আমাদের প্রয়োজন। টিম, নির্বাচকরা আছেন, তারা যদি মনে করেন তামিমকে আমাদের প্রয়োজন, অবশ্যই তামিমকে আমাদের প্রয়োজন। দরকার হলে খেলবে। কিন্তু সেটা কোনো কিছুর বিনিময়ে বা কোন শর্তে, সেটা কতটা যৌক্তিক, আমি নিজেও বলতে পারব না।’

গত জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের মাঝপথে অবসর ঘোষণা করেন তামিম ইকবাল। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবসর ভেঙে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছিলেন তিনি। জাতীয় দলের হয়ে তিনি সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন গত বছরের সেপ্টেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে মিরপুরে। তবে ইনজুরির কারণে এশিয়া কাপ ও পরে নানা নাটকীয়তায় ওয়ানডে বিশ্বকাপে খেলতে পারেননি দেশের অন্যতম সেরা এই ব্যাটার।

জাতীয় দলে ফেরার ব্যাপারে বিপিএলের ফাইনাল শেষে গত ১ মার্চ তামিম বলেছিলেন, ‘একটা কথা আপনাদের পরিষ্কার করে বলতে চাইআমার জন্য ফিরে আসতে হলে অনেক কিছুই ঠিকঠাক হতে হবে। সেসব না হলে স্রেফ ফেরা আর খেলার কোনো মানে নেই…।’ গুঞ্জন রয়েছে, বাংলাদেশের প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সঙ্গে সম্পর্কে চিড় ধরেছে তামিম ইকবালের। দূরত্ব এতটাই বেড়েছে যে, লংকান কোচের অধীনে আর জাতীয় দলে খেলতেই চান না তিনি!

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019-2023 usbangladesh24.com