নিকি হ্যালির নিজের রাজ্য সাউথ ক্যারোলাইনায় রিপাবলিকান প্রাইমারিতে তাকে হারিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প শনিবার সাউথ ক্যারোলিনায় এই জয় অর্জন করেন। এই রাজ্যের সাবেক দুই মেয়াদী গভর্নর নিকি হ্যালিকে পরাজিত করার মাধ্যমে তিনি রিপাবলিকান মনোনয়নের দিকে আরো একধাপ অগ্রসর হয়েছেন।
রোববার যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্যা ওয়াসিংটন পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার সাউথ ক্যারোলাইনার স্থানীয় সময় সকাল ৭টায় এই ভোট শুরু হয়ে চলে একটানা ১২ ঘণ্টা।
আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হওয়ার দৌড়ে নিকি হ্যালি ইতোমধ্যে প্রথম চারটি নির্বাচনী প্রতিযোগিতায় ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরেছিলেন। সাউথ ক্যারোলাইনায় হারের মাধ্যমে পঞ্চম নির্বাচনী প্রতিযোগিতায় হারলেন তিনি।
এ নির্বাচনী প্রতিযোগিতার আগের দিন ৭৭ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প নিজের আস্থার ওপর জোর দিয়ে তার সমর্থকদের বলেন, ‘সত্যি বলছি, আমরা মোটেও ভীত নই।’
অন্যদিকে, গতানুগতিক রক্ষণশীল নিকি হ্যালি তার ভোটারদের সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের পেছনে ছোটা ‘বিশৃঙ্খলা’কে মাটিচাপা দেয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে তার এই বার্তা এর আগের প্রাইমারিতে আইওয়া, নিউ হ্যাম্পশায়ার, নেভাদা ও ইউএস ভার্জিন আইল্যান্ডে ভোটারদের মধ্যে তেমন একটা প্রভাব ফেলেনি।
তাছাড়া ৫২ বছর বয়সী নিকি হ্যালি তার সমর্থকদের প্রতি নতুন প্রজন্মের একজন নেতাকে বাছাই করার আহ্বান জানিয়েছিলেন।
তবে ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে জো বাইডেনের সাথে প্রতিযোগিতার বিষয়ে নিজেকে ঝালাই করে নিচ্ছেন। কেন না, বর্তমান প্রেসিডেন্ট বাইডেন ডেমোক্রেটদের মধ্য থেকে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়ছেন না।
সূত্র : দ্যা ওয়াসিংটন পোস্ট
Leave a Reply