মিয়ানমার সীমান্তে চলমান সংঘাতের কারণে কক্সবাজার জেলা প্রশাসন অনির্দিষ্টকালের জন্য প্রবাল দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণে কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে। ৭ ফেব্রুয়ারি, বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয়েছে।
বুধবার রাতে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) ইয়ামিন হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘আগামী ১০ ফেব্রুয়ারি, শনিবার থেকে কক্সবাজার-টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে বুধবার সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুল জামান সিদ্দিকী সীমান্তে চলমান উত্তেজনার কারণে সেন্টমার্টিনে নৌ-রুটে জাহাজ চলাচল বন্ধ রাখার পরামর্শ দিয়েছিলেন। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু ও ঘুমধুম সীমান্ত এবং তৎসংলগ্ন বিওপি পরিদর্শনকালে এই পরামর্শ দেন।
উল্লেখ্য, মিয়ানমার সীমান্তে দেশটির সেনাবাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে এখন তুমুল লড়াই চলছে। ৫ ফেব্রুয়ারি, সোমবার বান্দরবানের ঘুমধুম ইউনিয়নে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেল বিস্ফোরণে এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নিহত হয়েছে। এছাড়া গত দুই দিন ধরে মিয়ানমার থেকে ছোড়া বুলেট ও মর্টার শেল বাংলাদেশে আসায় সীমান্ত এলাকার কয়েক হাজার বাংলাদেশি নিরাপত্তাহীনতার মধ্যে দিনযাপন করতে বাধ্য হচ্ছে। এ ধরনের পরিস্থিতির কারণে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
Leave a Reply