মানিকগঞ্জের পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যাওয়া ফেরি রজনীগন্ধা উদ্ধারে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম। আজ বুধবার সকালে বিষয়টি জানান বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক মো. জয়নাল আবেদীন।
তিনি বলেন, পাটুরিয়া-দৌলতদিয়ায় পদ্মায় ডুবে যাওয়া ফেরি উদ্ধার করার জন্য বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ হামজা ও রুস্তম ঘটনাস্থলে যাচ্ছে। তবে হামজা-রুস্তমের সেই সক্ষমতা আছে কিনা সেটিই দেখার বিষয়।
এর আগের ফেরি দুর্ঘটনার সময় শেষ পর্যন্ত নৌবাহিনীর সহযোগিতা নিতে হয়েছিল জানিয়ে মো. জয়নাল আবেদীন বলেন, ‘ঘটনাস্থলে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান এবং ক্রয় ও সংরক্ষণ বিভাগের পরিচালক যাচ্ছেন। সেখানে তারাই পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।’
তিনি আরও বলেন, ‘প্রাথমিকভাবে যতটুকু জেনেছি প্রচণ্ড কুয়াশার কারণে ফেরিটি মাঝ নদীতে নোঙর করা ছিল। সেখানে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় এটি ডুবে যায়। তবে বিস্তারিত ঘটনা অনুসন্ধানের পর বলা যাবে।’
নৌপরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, হামজা দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় যাচ্ছে। আর রুস্তমও রওনা হয়েছে মুন্সীগঞ্জের মাওয়া ঘাট থেকে।
তিনি বলেন, ‘আরিচা নদী বন্দরের উদ্ধারকারী দল সেখানে উদ্ধার কার্যক্রমে যোগ দিয়েছে। বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তাফা এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উদ্ধার কার্যক্রমের তদারকি করতে ইতিমধ্যে রওনা দিয়েছেন।’
নৌপরিবহন মন্ত্রণালয় জানায়, ইউটিলিটি ফেরি ‘রজনীগন্ধা’ মঙ্গলবার রাত ১টার দিকে দৌলতদিয়া থেকে সাতটি ছোট ট্রাক এবং দুটি বড় ট্রাক নিয়ে পাটুরিয়ার উদ্দেশে রওনা হয়। কিন্তু পাটুরিয়ার কাছাকাছি গিয়ে ঘন কুয়াশার কারণে নদীতে নোঙ্গর করে। আজ সকালে ফেরিটি দুর্ঘটনায় পড়ে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘একটি ছোট মালবাহী জাহাজ ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। ফেরির সহকারী চালককে খুঁজে পাওয়া যাচ্ছে না।’
নিখোঁজ হুমায়ূন কবির (৩৯) ওই ফেরির সেকেন্ড ড্রাইভার ছিলেন। তার সন্ধানে ফায়ার সার্ভিস তল্লাশি চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।
এদিকে উদ্ধার পাওয়া চালকরা জানান, কুয়াশার কারণে ঘাটের কাছে নোঙ্গর করা অবস্থায় পানি উঠে ফেরিটি ডুবে যায়। তবে বিআইডব্লিউটিসির দাবি, সকালে পাটুরিয়া ৫ নম্বর ঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় ফেরিটি ডুবেছে। কিন্তু বাল্কহেডটি এখন পর্যন্ত জব্দ করা যায়নি।
Leave a Reply