কুমিল্লার ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের লক্ষে ডাকা বিএনপির মিছিলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।
শুক্রবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা নগরীর মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। এ সময় গুলি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
বিএনপির দলীয় সূত্রে জানা গেছে, ৬ জানুয়ারি ও রোববার নির্বাচনের দিন (৭ জানুয়ারি) হরতালের দাবিতে মিছিলের ডাক দেয় দলটি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লাতেও দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আমিন-উর-রশিদ ইয়াছিনের নেতৃত্বে মিছিলের প্রস্তুতি নেয় নেতাকর্মীরা। মহিলা কলেজের সামনে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশ ধাওয়া দেয়। এ সময় পুলিশ ও বিএনপির মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছুড়ে বিএনপি নেতা কর্মীরা। পুলিশ বিএনপি নেতাকর্মীদের লক্ষ করে গুলি ছোড়ে।
বিএনপির দাবি, এতে তাদের ১০-১২জন আহত হয়েছেন। এদিকে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন বলে দাবি করেছেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন। আহত অবস্থায় দু’জনকে আটক করেছে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন বলেন, নাশকতার উদ্দেশে বিএনপি নেতাকর্মীরা মহিলা কলেজ এলাকায় জড়ো হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল ছোড়ে। এতে পুলিশের তিনজন আহত হয়েছেন। সংঘর্ষে দু’জনকে আহত অবস্থায় পেয়েছে পুলিশ। তাদের আটক করা হয়েছে।
Leave a Reply