পটুয়াখালীর বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আনিছুর রহমান বালি করোনায় আক্রান্ত হয়েছেন। আজ শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানায়, এসি ল্যান্ড আনিছুর রহমান বালি করোনার উপসর্গ অনুভব করলে গত ১৬ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। ১০ দিন পর আজ শুক্রবার তার ফলাফল পজিটিভ আসে।
এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসক, বগা পুলিশ তদন্ত কেন্দ্রের দুই পুলিশ সদস্য ও কারখানা গ্রামের এক স্বাস্থ্যকর্মী এবং ব্লাড ব্যাংকের এক কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন।
এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আক্তারুজ্জামান বলেন, ‘উপজেলার সহকারী কমিশনার আনিছুর রহমান বালি স্যারকে আইশোলেশনে রেখে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। এ ছাড়া অন্যদেরও আইসোলেশনে রেখে সার্বক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।’
বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেনও এসি ল্যান্ড আনিছুর রহমান বালির করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টির সত্যতা স্বীকার করেছেন।
Leave a Reply