দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রচার-প্রচারণার অংশ হিসেবে নির্বাচনী জনসভায় যোগ দিতে আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বিকাল ৩টার দিকে শহরের ইসদাইরে অবস্থিত এ কে এম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে জনসভা হওয়ার কথা রয়েছে।
দীর্ঘ প্রায় ১৫ বছর পর শেখ হাসিনার আগমন উপলক্ষে নারায়ণগঞ্জে সাজ সাজ রব বিরাজ করছে। নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উৎসবের আমেজ।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকেই নেতা-কর্মীরা মিছিল নিয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছে শামসুজ্জোহা ক্রীড়া চক্রের দিকে। কেউ মোটরবাইকে, কেউ পিক-আপ ভ্যানে, কেউ আবার পায়ে হেঁটেই রওনা হচ্ছেন। সাথে আসন্ন জাতীয় নির্বাচনও বাড়তি একটা উত্তেজনা যোগ করেছে নারায়ণগঞ্জের রাজপথে। ইতিমধ্যে জনসভাস্থল ভরে গেছে।
শেখ হাসিনা আসার ঘোষণার পর থেকেই যে যার মতো প্রস্তুতি নেওয়া শুরু করেন নেতা-কর্মীরা। শেখ হাসিনাকে একবার দেখার জন্য উদগ্রীব হয়ে আছেন তারা। লিংক রোড, মালেহ রোড, কলেজ রোড, কালীবাজার, হাসপাতাল রোডসহ সবখানেই দেখতে পাওয়া যায় মিছিল ও জনসমাগম। এদের বেশিরভাগেরই গন্তব্য শামসুজ্জোহা ক্রীড়া চত্বর।
দলীয় সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেখ হাসিনার সর্বশেষ জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১১ সালের ২০ মার্চ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনগঞ্জে শীতলক্ষ্যা নদীর তীরে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেন শেখ হাসিনা।
Leave a Reply