সুন্দরবনে সাতক্ষীরা রেঞ্জের কৈখালী স্টেশনের কাচিকাটা এলাকার নদী থেকে একটি মৃত বাঘ উদ্ধার করেছে বনবিভাগ। এ ঘটনায় শনিবার (২৫ নভেম্বর) দুপুরে শ্যামনগর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ। এর আগে শুক্রবার বিকালে মৃত ব্যক্তি উদ্ধার করে বন বিভাগ।
বনবিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের কাচিকাটা এলাকায় টহল দেওয়ার সময় শুক্রবার নদীতে মৃত অবস্থায় বাঘটি ভাসতে দেখা যায়। পরবর্তীতে বাঘটিকে উদ্ধার করে বনবিভাগ। বাঘটি মারা যাওয়ার সঠিক কারণ জানা না গেলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়সজনিত কারণে বাঘটির মৃত্যু হয়েছে।
কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ বলেন, টহলরত অবস্থায় কাচিকাটা এলাকায় নদী থেকে মৃত বাঘ ভাসতে দেখে উদ্ধার করা হয়। তবে বাঘটি মারা যাওয়া সঠিক কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বয়সজনিত কারণে এর মৃত্যু হতে পারে। এ বিষয়ে শ্যামনগর থানায় বন বিভাগের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে বিষয়টি তদন্তাধীন রয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, সুন্দরবনের কাচিকাটা এলাকা থেকে একটি মৃত বাঘ উদ্ধারের ঘটনায় কৈখালী স্টেশন কর্মকর্তা সজল কুমার দ্বীপ থানাতে একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করেছেন। তবে বাঘটি মারা যাওয়ার কোনো কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply