বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ গতকাল মঙ্গলবার কমে ২০ বিলিয়ন ডলারের নিচে নেমে এসেছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) সেপ্টেম্বর ও অক্টোবর মাসের আমদানি দায় পরিশোধের কারণে রিজার্ভ হ্রাস পেয়েছে।
বাংলাদেশ ব্যাংকের হিসাবে দেশের মোট রিজার্ভ ২৬.৪২ বিলিয়ন ডলার। তবে আইএমএফের শর্ত অনুযায়ী রিজার্ভ ১৯.৪৫ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
আকু হলো একটি আন্তর্জাতিক লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা। এর মাধ্যমে বাংলাদেশ, ভুটান, ভারত, ইরান, মালদ্বীপ, মিয়ানমার ও নেপালের মধ্যে লেনদেন নিষ্পত্তি হয়। প্রতি দুই মাসে সদস্য দেশগুলো একে অপরের পাওনা পরিশোধ করে থাকে। অর্থনৈতিক সংকটের কারণে শ্রীলঙ্কার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
বাংলাদেশের ক্ষেত্রে, আকুর সদস্য দেশগুলো থেকে আমদানিকৃত পণ্যের মূল্য পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রতি দুই মাসে ডলার ছাড় করতে হয়। এতে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হ্রাস পায়।
Leave a Reply