রাজধানীর ইউনাইটেড হাসপাতালে দুই সপ্তাহের বেশি সময় ধরে চিকিৎসাধীন আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী আনিসুর রহমান।
আজ রোববার দুপুরে তিনি গণমাধ্যমকে বলেন, ‘আজ সকালে আমরা দেখে এসেছি, ডাক্তারদের সঙ্গে কথা বলেছি। উনার অবস্থার উন্নতি হচ্ছে। যেসব সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন, তার বেশিরভাগই ভালোর দিকে।’
আনিসুর রহমান আরও বলেন, ‘তবে যেহেতু ৭২ ঘণ্টার অবজারবেশনে আছেন, সুতরাং এখনো পুরোপুরি শঙ্কামুক্ত বলা যায় না। চিকিৎসকরা আমাদের বলেছেন, অক্সিজেন প্রেসার ইমপ্রুভ করেছে। এই অবস্থা বজায় থাকলে দু-এক দিনের মধ্যে বেডে স্থানান্তর করা যাবে।’
Leave a Reply