গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরাইলের মধ্যে চলমান সংঘাত নিয়ে সারা বিশ্বব্যাপী চলছে বিক্ষোভ। এরই মধ্যে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের বাইরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছে।
শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আল-জাজিরার এক প্রতিবেদক জানান, মধ্য ওয়াশিংটন ডিসিতে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিল। ধীরে ধীরে লোকসমাগম আরো বাড়তে থাকে। পুরো লোকে লোকারণ্য হয়ে যায় আশপাশের এলাকা।
ওই প্রতিবেদক জানান, কত লোক জড় হয়েছিল সঠিক সংখ্যা পাওয়া খুব কঠিন কিন্তু আমি পুরো রাস্তায় বিক্ষোভকারীদের দ্বারা পূর্ণ দেখেছি।
তিনি জানান, তারা ফ্রিডম স্কয়ারে মিলিত হয়েছিল। তাদের মধ্য থেকে বেশ কয়েকজন বক্তৃতা দিয়েছিল। এরপর হোয়াইট হাউসের সামনে প্রায় ২ কিমি পদযাত্রা করেছিল।
তিনি আরো জানান, পুরো পেনসিলভেনিয়া অ্যাভিনিউয়ের কাঁধে কাঁধ মিলিয়ে তারা দাঁড়িয়ে ছিল। অসংখ্য লোক সেখানে জড়ো হয়েছিল।
এছাড়া পাশে অবস্থিত লাফায়েট পার্ক যেটি অপেক্ষাকৃত বড় পার্ক সেটি লোকে ভরা ছিল।
প্রতিবেদক জানান, আমি যেমন বলেছি, লোকেরা বাড়ি যেতে শুরু করেছে, তবে এখনো এখানে একটি প্রতিবাদের অনুভূতি রয়েছে। গাজায় ইসরাইল যা করছে তা নিয়ে এখনো ক্ষোভের অনুভূতি রয়েছে।
প্রতিবেদক আরো জানান, বিক্ষোভকারীদের বাইডেন প্রশাসনের প্রতি ক্ষোভ রয়েছে। যারা এখানে জড়ো হয়েছিল তারা অনেকেই বিশ্বাস করে যে- গাজায় যা ঘটেছে এ পেছনে বাইডেন প্রশাসন জড়িত।
এদিকে গাজায় ইসরাইলি বাহিনীর হামলায় এরই মধ্যে ৯ হাজারের বেশি মানুষ মারা গেছে বলে জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, ৭ অক্টোবর সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।
বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
সূত্র : আল-জাজিরা
Leave a Reply