গাজা উপত্যকায় স্থল অভিযানের শুরু থেকে এ পর্যন্ত ২৬০ জন আহত ইসরাইলি সেনা সদস্যকে সরিয়ে নেয়া হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে ইসরাইলি সেনাবাহিনী এ ঘোষণা দিয়েছে।
শনিবার আনাদোলু এজেন্সির খবরে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ৬৬৯ ইউনিট ইসরাইলি সেনাবাহিনী ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এদের মধ্যে আহত সেনা সদস্যের উদ্ধার ও চিকৎসা করছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী এখনো পর্যন্ত ১৫০টি স্থল ও উদ্ধার অভিযান চালিয়েছে এবং ২৬০ জন আহত সেনা সদস্যকে (ইসরাইল) হাসপাতালে সরিয়ে নিয়েছে।
এদিকে প্রায় এক সপ্তাহ আগে গাজা উপত্যকায় ইসরাইলি স্থল হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ২৫ সেনা সদস্যের নিহত হওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।
এ সংঘর্ষে এখন পর্যন্ত ১০ হাজার ৭০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ৯ হাজার ২২৭ জন ফিলিস্তিনি এবং ১ হাজার ৫৩৮ জনেরও বেশি ইসরাইলি রয়েছে।
উল্লেখ্য, গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল।
এক বিবৃতিতে হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইফ বলেন, গত শনিবার (৭ অক্টোবর) সকালে ইসরাইলে পাঁচ হাজার রকেট বর্ষণের মাধ্যমে ‘অপারেশন আল-আকসা স্ট্রম’ শুরু হয়েছে। এ সময় ইসরাইল গাজা থেকে অনুপ্রবেশের কথা স্বীকার করে।
বস্তুত, ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।
সূত্র : আনাদোলু
Leave a Reply