ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং তেল আবিবের সাথে অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে বাহরাইন। দেশটির পার্লামেন্ট বৃহস্পতিবার এ কথা ঘোষণা করে।
বাহরাইনি পার্লামেন্ট ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে নিশ্চিত করা হয় যে ইসরাইলি রাষ্ট্রদূত বাহরাইন ত্যাগ করেছেন এবং ইসরাইল থেকে বাহরাইনি রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা হয়েছে। এছাড়া ইসরাইলের সাথে সকল অর্থনৈতিক সম্পর্ক স্থগিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এতে বলা হয়, ফিলিস্তিনি স্বার্থ এবং ফিলিস্তিনি জনগণের বৈধ অধিকারের প্রতি বাহরাইনের অটল ও ঐতিহাসিক সমর্থনের ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বাহরাইন ২০২০ সালে ওই সময়ের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে আব্রাহাম অ্যাকর্ডের আলোকে ইসরাইলের সাথে সম্পর্ক স্থাপন করে।
গাজার জাবালিয়া শিবিরে চলতি সপ্তাহে ইসরাইলি হামলায় নিহত ১৯৫ : হামাস
গাজার হামাস সরকার বৃহস্পতিবার বলেছে, চলতি সপ্তাহে ফিলিস্তিনি ভূখণ্ডের বৃহত্তম শরণার্থী শিবির জাবালিয়ায় ইসরাইলি হামলায় ১৯৫ জন নিহত হয়েছে।
মঙ্গল ও বুধবারের হামলার কথা উল্লেখ করে- হামাসের সরকারি প্রেস অফিস এক বিবৃতিতে বলেছে,‘জাবালিয়ায় প্রথম এবং দ্বিতীয় গণহত্যার শিকার ১,০০০ ছাড়িয়ে গেছে।’
এতে আরো বলা হয়, ‘আমরা ১৯৫ জন শহীদ, ১২০ জন ধ্বংসস্তুপের নিচে চাপা পড়ে নিখোঁজ এবং ৭৭৭ জন আহতের তথ্য রেকর্ড করেছি।’
সূত্র : আরব নিউজ
Leave a Reply